নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী প্রণাম যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷ বিকল্প সারের (Alternative Rertilisers) জন্য রাজ্যগুলিকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী-প্রোমোশন অফ অল্টারনেট নিউট্রিয়েন্ট ফর এগ্রিকালচার ম্যানেজমেন্ট যোজনা (PM-PRANAM) চালু করা হবে বলে জানান তিনি ৷ এই পদক্ষেপ রাজ্যগুলিকে সারের ব্যবহার কমাতে উত্সাহিত করায় সহায়তা করবে বলে মনে করে কেন্দ্রীয় সরকার ।
স্কিল ইন্ডিয়া আন্তর্জাতিক কেন্দ্র স্থাপন: বুধবার সংসদে বাজেট পেশের সময় নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Latest News) বলেন, 30টি স্কিল ইন্ডিয়া আন্তর্জাতিক কেন্দ্র স্থাপন করা হবে এবং লক্ষ লক্ষ যুবকদের দক্ষ করার জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojna) 4.0 চালু করা হবে । 2021 সালে সরকার দেশের যুবকদের কর্মসংস্থানযোগ্য দক্ষ করে তাঁদের ক্ষমতায়নের জন্য ফ্ল্যাগশিপ স্কিলিং প্রকল্প প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার তৃতীয় ধাপ চালু করেছে ৷ 300টিরও বেশি স্কিল ডেভলপমেন্ট কোর্স করা হয়েছে যুবকদের জন্য ৷
ইউনিটি মল স্থাপনে উৎসাহ দেওয়া হবে রাজ্যগুলিকে: নির্মলা বলেছেন, রাজ্য সরকারগুলিকে 'এক জেলা এক পণ্য' আইটেম এবং জিআই (ভৌগলিক ইঙ্গিত) পণ্যগুলির প্রচার ও বিক্রয়ের জন্য ইউনিটি মল স্থাপন করতে উত্সাহিত করা হবে । মন্ত্রী আরও বলেন, দেশে পর্যটনের উন্নয়নে সরকার 'চ্যালেঞ্জ মোড'-এর মাধ্যমে 50টি গন্তব্য নির্বাচন করবে ।