হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি:আর্থিক বছর দ্রুত শেষ হতে চলেছে ৷ তাই এর সঙ্গে সঙ্গে করের বোঝা কীভাবে কমানো যায়, তা ভাবার সময় এসে গিয়েছে। প্রত্যেকেই কর বাঁচাতে উপযুক্ত পরিকল্পনা করতে চান । তবে বিনিয়োগ করার সময় কর ছাড়ই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয় । ভবিষ্যতে আমাদের আর্থিক চাহিদা মেটানোর জন্য এটি যাতে অতিরিক্ত সুবিধা দেয় সেটাও মাথায় রাখা উচিত । জেনে নিন তার জন্য কী কী করতে হবে ।
বিনিয়োগ করার সময় এই বিষয়টি মাথায় রাখুন: আমাদের সমগ্র আয়কে ট্যাক্স সেভিং স্কিমে রাখলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে না । উদাহরণস্বরূপ, ধরুন আপনার কাছে বিনিয়োগের জন্য 5 লক্ষ টাকা আছে । এটি ধারা 80সি-এর অধীনে স্কিমগুলিতে বিনিয়োগ করা যেতে পারে । কিন্তু, এই ধারার অধীনে সর্বোচ্চ 1 লক্ষ 50 হাজার টাকা ছাড়ের অনুমতি রয়েছে । বিনিয়োগ করার সময় এটি মাথায় রাখুন ।
নিরাপদ স্কিমে বিনিয়োগ করুন: কর্মচারীদের নিজেদের ইপিএফ (কর্মচারী ভবিষ্য তহবিল) সম্পর্কে সাবধানে পরিকল্পনা করা উচিত । আপনি এটির জন্য কত টাকা দিচ্ছেন তা যাচাই করুন ৷ তারপরে প্রয়োজনীয় পরিমাণ ট্যাক্স সেভিং স্কিমে ডাইভার্ট করুন । এর মধ্যে রয়েছে পিপিএফ, ইএলএসএস, ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)। এর মধ্যে ধারা 80সি অনুযায়ী 1 লক্ষ 50 হাজার টাকার সীমা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে । বিনিয়োগের জন্য ইএলএসএস(ELSS) বাদে, অন্য সবগুলোই নিরাপদ স্কিম ।