হায়দরাবাদ, 24 নভেম্বর: অনেক সংস্থা এখন স্বেচ্ছায় ব্যক্তিগত ঋণ (Personal Loan) দিচ্ছে । এই সংস্থাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে ঋণের পরিমাণ জমা করে (Deposit Loan Amounts) । কিন্তু জরুরি পরিস্থিতিতেই (Emergency Situation) এই ঋণগুলি নেওয়া দরকার ৷ তবে সম্পূর্ণ তথ্য যাচাই করার পর সেগুলি নেওয়া উচিত ৷ নয়তো এই ঋণ আপনাকে বিপাকে ফেলে দেবে ৷ এমনকী আর্থিক সংকটে পড়তে পারেন আপনি ৷
সাম্প্রতিককালে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) তাদের লোন অ্যাকাউন্টের সংখ্যা বাড়ানোর জন্য বিপুল পরিমাণে ব্যক্তিগত ঋণ দিচ্ছে । কখনও কখনও লোন দেওয়ার সময় তারা ক্রেডিট স্কোর নিয়েও মাথা ঘামায় না । যদি আপনার ব্যক্তিগত ঋণের দরকার পরে তবে প্রথমেই সিদ্ধান্ত নিন কোন সংস্থা আপনার প্রয়োজন অনুযায়ী ঋণ দেবে । এরপর সুদের হার (Interest Rate) এবং প্রসেসিং ফি (Processing Fee) পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে । সমস্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে আগে খোঁজ নিন । তারপর সেগুলির নোট নিন ৷ শুধুমাত্র তথ্য সংগ্রহ করুন ৷ কিন্তু একবারে সমস্ত সংস্থার লোনের জন্য আবেদন করবেন না । এই ধরনের কাজ আপনার ক্রেডিট রিপোর্টকে প্রভাবিত করবে ৷
তাড়াহুড়ো করে ঋণ নিতে গিয়ে অনেকেই নিয়ম-কানুন মেনে চলেন না । বিভিন্ন সংস্থার বিভিন্ন শর্ত রয়েছে । কেউ কেউ অগ্রিম টাকা দেওয়ার ফি সংগ্রহ করে এবং ঋণের সঙ্গে বীমা পলিসি (Insurance Policies) নেওয়ার জন্য জোর দেয় । এই সমস্ত শর্তগুলি আপনি তখনই জানতে পারবেন যখন ঋণ চুক্তিটি ভালোভাবে দেখে নেবেন । তাই এই বিষয়ে তাড়াহুড়ো করার দরকার নেই ৷ ভালো করে পড়ে দেখে নিন চুক্তিপত্র ৷ নইলে এটাই আপনার ক্ষতির কারণ হয়ে উঠবে ।