কলকাতা, 3 অক্টোবর: রিয়েল এস্টেট কনসালট্যান্ট সিবিআরই প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে অফিসের জন্য মোট লিজ দেওয়া স্থান প্রায় 60 শতাংশ বেড়েছে ৷ অর্থাৎ, এই সময়ে 0.3 মিলিয়ন বর্গফুট জায়গা অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে শহর কলকাতায় ৷ মঙ্গলবার ওই রিয়েল এস্টেট কনসালট্যান্ট সংস্থা এই রিপোর্ট পেশ করেছে ৷ আর এই বিপুল পরিমাণ জায়গা অফিস হিসেবে ভাড়া নেওয়ার ক্ষেত্রে সবার আগে রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা ৷
এই বিপুল পরিমাণ জায়গার প্রায় 50 শতাংশ অফিস হিসেবে ভাড়া নিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ৷ আর সেখানে গবেষণা, কনসাল্টিং এবং অ্যানালেটিক্সের ক্ষেত্রে ভাড়া নিয়েছে 16 শতাংশ ৷ আর ফ্লেক্সিবেল স্পেস অপারেটর ক্ষেত্রগুলি 14 শতাংশ জায়গা কলকাতায় অফিস হিসেবে ভাড়া নিয়েছে ৷ গত বছরের একই ত্রৈমাসিকে, শহরে লিজ দেওয়া মোট অফিসের জায়গা ছিল 0.2 মিলিয়ন বর্গফুট ৷
সামগ্রিকভাবে, রিয়েল এস্টেট কনসালট্যান্ট সিবিআরই বলেছে, জুলাই-সেপ্টেম্বর সময়ের মধ্যে ন'টি শহর - দিল্লি-এনসিআর, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু জুড়ে মোট অফিস লিজ নেওয়ার ক্ষেত্রে 33 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যার মোট পরিমাণ 15.8 মিলিয়ন বর্গফুট ৷ সেই তালিকায় হায়দরাবাদ, পুনে, কোচি ও আহমেদাবাদ ৷