পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Office Space Lease in Kolkata: গত ত্রৈমাসিকে 60 শতাংশ বেশি বর্গফুট জায়গার অফিস ভাড়া নেওয়া হয়েছে কলকাতায়

Office Space Leasing in Kolkata at It's Highest: গত ত্রৈমাসিকে অনেক বেশি পরিমাণে অফিস ভাড়া নেওয়া হয়েছে কলকাতা ৷ একটি রিয়েল এস্টেট কনসালট্যান্ট সংস্থা সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:03 PM IST

কলকাতা, 3 অক্টোবর: রিয়েল এস্টেট কনসালট্যান্ট সিবিআরই প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে অফিসের জন্য মোট লিজ দেওয়া স্থান প্রায় 60 শতাংশ বেড়েছে ৷ অর্থাৎ, এই সময়ে 0.3 মিলিয়ন বর্গফুট জায়গা অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে শহর কলকাতায় ৷ মঙ্গলবার ওই রিয়েল এস্টেট কনসালট্যান্ট সংস্থা এই রিপোর্ট পেশ করেছে ৷ আর এই বিপুল পরিমাণ জায়গা অফিস হিসেবে ভাড়া নেওয়ার ক্ষেত্রে সবার আগে রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা ৷

এই বিপুল পরিমাণ জায়গার প্রায় 50 শতাংশ অফিস হিসেবে ভাড়া নিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ৷ আর সেখানে গবেষণা, কনসাল্টিং এবং অ্যানালেটিক্সের ক্ষেত্রে ভাড়া নিয়েছে 16 শতাংশ ৷ আর ফ্লেক্সিবেল স্পেস অপারেটর ক্ষেত্রগুলি 14 শতাংশ জায়গা কলকাতায় অফিস হিসেবে ভাড়া নিয়েছে ৷ গত বছরের একই ত্রৈমাসিকে, শহরে লিজ দেওয়া মোট অফিসের জায়গা ছিল 0.2 মিলিয়ন বর্গফুট ৷

সামগ্রিকভাবে, রিয়েল এস্টেট কনসালট্যান্ট সিবিআরই বলেছে, জুলাই-সেপ্টেম্বর সময়ের মধ্যে ন'টি শহর - দিল্লি-এনসিআর, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু জুড়ে মোট অফিস লিজ নেওয়ার ক্ষেত্রে 33 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যার মোট পরিমাণ 15.8 মিলিয়ন বর্গফুট ৷ সেই তালিকায় হায়দরাবাদ, পুনে, কোচি ও আহমেদাবাদ ৷

আরও পড়ুন:সম্পত্তির আসল দলিল হারিয়ে ফেলেছেন? শীঘ্রই নিন এই পদক্ষেপগুলি

সিবিআরই-এর ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ান চেয়ারম্যান ও সিইও অংশুমান ম্যাগাজিন বলেন, "ভারতের অফিস সেক্টরগুলি অন্যান্যবারের ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে ৷ প্রত্যাশাকে ছাপিয়ে তারা অনেক বেশি সংখ্যায় অফিস ভাড়া নিয়েছে ৷" এমনকি এবছরের শুরুর থেকে গত কয়েকমাসে এই পারফর্ম্যান্সের হার অনেক বেশি বলে জানিয়েছেন তিনি ৷ ভারত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জের মোকাবিলা করে নিজেদের অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে বলে দাবি তাঁর ৷

আরও পড়ুন:অফিসে নিজেকে স্টাইলিস দেখাতে চান ? ট্রাই করতে পারেন এই পোশাকগুলি

ABOUT THE AUTHOR

...view details