পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

No Cost EMI: নো কস্ট ইএমআই-তে দামি টিভি-মোবাইল কেনার লোভ ? দেখে নিন - Interest adjusted in price of product

সুদের হার ছাড়াই যে কোনও প্রিমিয়াম টিভি, সেল ফোন, রেফ্রিজারেটর বা ওয়াশিং মেশিন কেনায় আপনার তাৎক্ষণিক ইচ্ছা পূরণ করে 'নো কস্ট ইএমআই' (No Cost EMI), যা 'জিরো কস্ট ইএমআই' (Zero cost EMI) নামে পরিচিত । তবে এর একমাত্র অসুবিধা হল, কোম্পানিগুলি সম্ভবত কোনও অতিরিক্ত সুবিধা দেয় না । তারা ডিসকাউন্ট না দিয়ে, জিনিসের দামের সঙ্গে সুদের হার অ্যাডজাস্ট করে (High interest rates)৷ তবে কিস্তির মাধ্যমে পরিশোধের সুবিধার কথা বিবেচনা করে অনেকেই এ ভাবে জিনিস কিনছেন ৷

no-cost-emi-offers-no-extra-benefits-other-than-instalments
নো কস্ট ইএমআই-তে দামি টিভি-মোবাইল কেনার লোভ ? দেখে নিন

By

Published : Nov 29, 2022, 6:30 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর: কোনও ঝামেলা নেই, কোনও খরচ নেই ৷ সুদের হার ছাড়া ইএমআই (No Cost EMI) যে কোনও দামি পণ্য কেনার ক্ষেত্রে আপনার তাৎক্ষণিক ইচ্ছা পূরণ করে । একটি দামি স্মার্ট টিভি বা একটি দামি মোবাইল ফোন কিনতে কোনও টাকা লাগবে না । তবে একমাত্র অসুবিধা হল, সম্ভবত এ ক্ষেত্রে কোম্পানিগুলি কোনও অতিরিক্ত সুবিধা দেয় না । তারা ইএমআই-এর সুদের হার না নিয়ে, জিনিসের ডিসকাউন্ট দেয় না, পুরোটা দাম নিয়ে নেয় ৷ এ ভাবেই তারা দুটির মধ্যে সামঞ্জস্য রাখে ৷ ইচ্ছুক গ্রাহকরা কিস্তির মাধ্যমে পরিশোধের সুবিধার কথা বিবেচনা করে এ ভাবে জিনিস কিনছেন ৷

উত্সবের মরশুমে এবং বিশেষ অনুষ্ঠানগুলিতে কেনাকাটায় (Zero cost EMI) প্রচুর ছাড় দেওয়া হয় । টপ-এন্ড কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সগুলিও এর ব্যতিক্রম নয় (High interest rates)। আজকাল দ্রুত গতির ডিজিটালাইজড জীবনের সঙ্গে তাল মিলিয়ে সবাই উচ্চ প্রযুক্তির পণ্যগুলিকে আপগ্রেড করার চেষ্টা করছে । এই অবস্থায় অনলাইনে শূন্য খরচে ইএমআই-এর মাধ্যমে কেনাকাটা করার আগে কোন কোন দিক বিবেচনা করা দরকার ? দেখে নিন...

প্রথমত, কিছু পেতে গেলে আমাদের কিছু হারানোর জন্যও প্রস্তুত থাকতে হবে । ডিসকাউন্ট সাধারণত দেওয়া হয় যখন মোট দাম একবারে প্রদান করা হয় । যদি শূন্য খরচে ইএমআই-এর সুবিধা গ্রহণ করতে হয়, তাহলে আমাদের ডিসকাউন্ট বা ছাড় না পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে । উদাহরণস্বরূপ, 5000 টাকা মূল্যের একটি অ্যাপ্লায়েন্স 10 শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে ৷ অর্থাৎ আমাদের দিতে হবে 4,500 টাকা । কিন্তু জিরো কস্ট ইএমআই-এ সেই জিনিসটি কেনা হলে আর এই ছাড় পাওয়া যাবে না ৷

আরও পড়ুন:অনলাইনে ছোট ঋণ অফলাইনে বড় ঝামেলার কারণ

কোনও না কোনও ভাবে কোম্পানিগুলো তাদের খরচ ঠিক তুলে নেবে । যদি একটি জিনিসের উৎপাদন খরচ হয় 5,000 টাকা আর ক্রেতাকে সেই জিনিসটি কিনতে 12 মাস ধরে 5000 টাকা করে ইএমআই দিতে হয়, তাহলে তার অর্থ হল 20 শতাংশ অর্থাৎ 1,000 টাকা অতিরিক্ত খরচ বাড়তি দেওয়া হচ্ছে ৷ তাহলে সেই জিনিসের দাম দাঁড়াবে 6,000 টাকা ৷ যদিও কোম্পানি এটিকে নো কস্ট ইএমআই বলবে ৷ তবে ডিসকাউন্ট না দিয়ে বা প্রসেসিং ফি সংগ্রহ করে তারা তাদের ক্ষতি পুষিয়ে নেবে ।

কোম্পানিগুলির দ্বারা অনুসরণ করা আরেকটি অভ্যেস হল যে, তারা স্বাভাবিক ইএমআই-এর মাধ্যমে কেনাকাটার সময় আলাদাভাবে সুদের হার দেখায় । কিন্তু জিরো কস্ট ইএমআইতে আলাদাভাবে কোনও সুদের উল্লেখ নেই । তবে পণ্যের দাম কমবেশি একই আসে । শূন্য খরচের ইএমআই-এর অধীনে তাৎক্ষণিক সুবিধা হল গ্রাহককে একবারে মোট খরচ পরিশোধ করার জন্য সমস্ত অর্থ সংগ্রহের বিষয়ে চিন্তা করতে হয় না ।

একটি খুব ব্যয়বহুল পণ্য কেনার সময় নো কস্ট ইএমআই খুব প্রয়োজনীয় ৷ কারণ সেটি কেনার জন্য মোটা অঙ্কের অর্থ কেউ সংগ্রহ করতে সক্ষম নাও হতে পারে । তাছাড়া নির্দিষ্ট ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ধরনের কেনাকাটা করা হলে ই-কমার্স ফার্ম এবং ব্যবসায়ীরা বিশেষ ছাড় দেয় । এই সুবিধাগুলির অধীনে সর্বাধিক সুবিধা পেতে এই সমস্ত কারণগুলি দেখে নেওয়া করা দরকার ।

কিস্তির পেমেন্ট সংক্রান্ত নিয়ম শূন্য খরচের ইএমআই কেনাকাটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে । যে কোনও ডিফল্ট ক্রেডিট স্কোরে খারাপভাবে তা প্রতিফলিত হবে । যখন এক বা একাধিক কিস্তি বকেয়া পড়ে যায়, তখন আপনার পরিশোধের ক্ষমতা পরীক্ষা করুন ।

আপনি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন বা যে কোনও যন্ত্র কিনতে পারেন শূন্য খরচের ইএমআই-তে । কোম্পানি এবং অনলাইন কমার্স ফার্মগুলো সব ধরনের ভোগ্যপণ্যে এই সুবিধা দিচ্ছে । আপনার হাতে নগদ টাকা থাকুক বা না থাকুক, একটি বোতামে ক্লিক করলেই যে কোনও যন্ত্র বা ডিভাইস কেনা যাবে । তবে সেক্ষেত্রে সজাগ থাকা জরুরি ৷

ABOUT THE AUTHOR

...view details