নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি:আদানি গ্রুপের (Adani Stocks Fall) তালিকাভুক্ত দশটি সংস্থার মধ্যে ন'টির স্টক সোমবার বন্ধ হল রক্তবর্ণে ৷ এই গ্রুপের ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজের শেয়ার 9 শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে (Adani firms)৷
আদানিদের (Adani Group Crisis) ব্যবসায়িক স্বার্থ সমুদ্র বন্দর থেকে বিমানবন্দর, ভোজ্য তেল, পণ্য, শক্তি এবং সিমেন্ট থেকে ডেটা সেন্টার পর্যন্ত বিস্তৃত ৷ হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে আদানিদের বিরুদ্ধে অ্যাকাউন্টিং জালিয়াতি ও শেয়ার কারচুপি-সহ একাধি অভিযোগ ওঠার পর থেকেই শেয়ার বাজারে বিরাট ক্ষতির মুখে পড়েছে তাদের বিভিন্ন সংস্থা ৷ অভিযোগগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আদানি গ্রুপ, তবে তাদের সেই কথায় আস্থা রাখতে পারেননি বিনিয়োগকারীরা ৷
24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর থেকে আদানিদের তালিকাভুক্ত দশটি সংস্থা একলপ্তে 12.37 লক্ষ কোটি টাকা (12,37,891.56 কোটি টাকা) হারিয়েছে । 24 জানুয়ারি এই গ্রুপের সম্মিলিত বাজার মূলধন ছিল 19.19 লক্ষ কোটি টাকা, তা এখন কমে হয়েছে 6.81 লক্ষ কোটি টাকা ৷
সোমবার এই গ্রুপের সংস্থাগুলির শেয়ার আরও রক্তাক্ত হয় ৷ আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিএসই-তে 9.17 শতাংশ কমে হয়েছে 1,194.20 টাকা । সারাদিনের বাণিজ্যে স্টকটি 11.99 শতাংশ কমে 1,157 টাকায় দাঁড়িয়েছে । আদানি টোটাল গ্যাসের শেয়ারদর 5 শতাংশ এবং আদানি উইলমারের শেয়ারদর 5 শতাংশ কমেছে ।
আরও পড়ুন:আদানি গোষ্ঠী কি 'ভারতের এনরন' ? প্রশ্ন প্রাক্তন মার্কিন সচিবের
আদানি ট্রান্সমিশনের শেয়ার 4.99 শতাংশ, আদানি গ্রিন এনার্জির 4.99 শতাংশ, এনডিটিভি 4.98 শতাংশ, আদানি পাওয়ারের 4.97 শতাংশ, অম্বুজা সিমেন্টের 4.50 শতাংশ এবং এসিসি-র শেয়ার 1.95 শতাংশ কমেছে । বেশিরভাগ সংস্থাই দিনের বেলায় তাদের নিম্ন সার্কিটের সীমাতেও আঘাত করে । শুধুমাত্র আদানি পোর্টস লাভের মুখ দেখে বাণিজ্য শেষ করতে সক্ষম হয়েছে । এর শেয়ারদর 0.55 শতাংশ বেশিতে থেকে স্থির হয়েছে ।
সোমবার বিএসই সেনসেক্স টানা সাতদিন পতনের ধারা বজায় রেখে 175.58 পয়েন্ট বা 0.30 শতাংশ হ্রাস পেয়ে 59,288.35-এ স্থির হয়েছে ৷ 16 ফেব্রুয়ারি থেকে সেনসেক্স 2,031.16 পয়েন্ট বা 3.31 শতাংশ কমেছে । আদানি গ্রুপের বেশিরভাগ সংস্থা শুক্রবারও নিম্নমুখী ছিল ।