মুম্বই, 18 ডিসেম্বর:গত সপ্তাহে রেকর্ড-ব্রেকিং উত্থানের পর সোমবার বাজারের শুরুতেই হ্রাস পেল বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি ৷ কারণ বিনিয়োগকারীরা এশিয়ান বাজারে বড় ধরনের দুর্বল প্রবণতার মধ্যে মুনাফা অর্জনের দিকে চলে গিয়েছে ৷ তিন দিনের রেকর্ডের পতন ঘটে সপ্তাহের শুরুতে 30-শেয়ারের বিএসই সেনসেক্স 341.46 পয়েন্ট কমে 71,142.29-এ দাঁড়িয়েছে । নিফটি 65.30 পয়েন্ট কমে 21,391.35-এ পৌঁছেছে ।
সেনসেক্স সংস্থাগুলির মধ্যে আইটিসি, আইসিআইসিআই ব্যাংক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং আল্ট্রাটেক সিমেন্ট বেশিরভাগ পিছিয়ে ছিল । সান ফার্মা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাইটান এবং বাজাজ ফাইন্যান্স লাভকারীদের মধ্যে ছিল । এশিয়ান বাজারে টোকিও, সাংহাই এবং হংকং কম লাভ করেছে ৷ তবে সিউল ভালো লেনদেন করেছে ।
শুক্রবার মার্কিন বাজারগুলি বেশিরভাগ লাভের সঙ্গে শেষ হয়েছে । গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড 0.46 শতাংশ বেড়ে মার্কিন ডলার 76.90 ব্যারেল হয়েছে । বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) তাদের কেনার গতি অব্যাহত রেখেছে ৷ এক্সচেঞ্জ ডেটা অনুসারে, তারা শুক্রবার 9,239.42 কোটি টাকার ইক্যুইটি কিনেছে । তৃতীয় দিনে বিএসই বেঞ্চমার্ক 969.55 পয়েন্ট বা 1.37 শতাংশ লাফিয়ে শুক্রবার রেকর্ড করে, সর্বোচ্চ 71,483.75-এ পৌঁছয় । নিফটি 273.95 পয়েন্ট বা 1.29 শতাংশ বেড়ে 21,456.65 এর নতুন ক্লোজিং হাই-এ পৌঁছেছে ।
গত কয়েক দিন ফেডারেল রিজার্ভ সংকেত স্থানান্তরিত হওয়ায় বাজারগুলি নতুন উচ্চতায় পৌঁছেছে । সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে আশা জাগিয়েছে সেনসেক্স এবং নিফটি বেড়েছে । সে সময় সোনার দাম বেড়ে হয়েছে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ । তবে ডব্লুটিআই তেলের দাম ব্যারেল প্রতি 69 মার্কিন ডলার কমেছে ।
আরও পড়ুন:
- 71 হাজারে বিএসই সেনসেক্স, শেয়ার বাজারে রেকর্ডের সৌজন্য়ে লাভ ইক্যুইটি বিনিয়োগকারীদের
- পদ্ম ঝড়ে তেজি সূচক, মোদিতেই ভরসা বিনিয়োগকারীদের !
- এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে ইচ্ছুক সংস্থা ? নতুন নির্দেশিকা প্রকাশ বোম্বে স্টক এক্সচেঞ্জের