কলকাতা, 10 অক্টোবর : ক্যানসার (Cancer) শুনলেই ভয় দানা বাঁধে মনের মধ্যে ৷ বিশেষ করে কর্কট রোগের ব্যয়বহুল চিকিৎসায় (Cancer Treatment Expenses) সুস্থতার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় ৷ স্বাস্থ্যবিমাও (Health Insurance) সেক্ষেত্রে মুশকিল আসান হয় না ৷ তাই ইদানীংকালে যেভাবে ক্যানসারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই রোগের জন্য নির্দিষ্ট বিমার বিষয়ে আগে থেকে জেনে রাখা উচিত ৷
এই রোগের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের হিসেবে ক্যানসার থেকে মুক্তি পেতে প্রায় 20 লক্ষ টাকা খরচ করতে হয় ৷ মেট্রো শহর বা ক্যানসারের জন্য বিশেষ হাসপাতালগুলিতে খরচ আরও একটু বেশি হয় ৷ ক্যানসার ধরার পড়ার পর বিভিন্ন টেস্ট করতেই খরচ হয়ে যায় কয়েক লক্ষ টাকা ৷ এছাড়া দীর্ঘমেয়াদী ওষুধ খরচ আরও বাড়িয়ে দেয় ৷ এর ফলে সঞ্চয়ে তো হাত পড়েই ৷ একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাতেও প্রভাব পড়ে ৷ তাই এই ধরনের কঠিন পরিস্থিতি এড়ানোর জন্য স্বাস্থ্যবিমার পাশাপাশি ক্যানসারের জন্য নির্দিষ্ট বিমাও করে রাখা প্রয়োজন ৷
যদি আপনার স্বাস্থ্যবিমা ক্যানসারের (Insurance for Cancer Treatment) চিকিৎসার জন্য পর্যাপ্ত না হয়, তাহলে ক্যানসারের জন্য নির্দিষ্ট বা জটিল রোগের জন্য প্রয়োজনীয় বিমা করিয়ে নেওয়া দরকার ৷ এর ফলে চিকিৎসা খরচের পাশাপাশি চিকিৎসার জন্য যাতায়াত, ওষুধ, থাকা-খাওয়ার খরচও বহন করে ৷