নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর (Adani Group) খারাপ অবস্থা শুক্রবারও বহাল রইল ৷ এদিনও ওই গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ারের দর নিচের দিকে নেমেছে ৷ ইক্যুইটি মার্কেটে (Equity Markets) কোনও সংস্থার এই ধরনের পরিস্থিতিকে বলা হয় বিয়ারিশ ট্রেন্ড (Bearish Trend) ৷ বিএসইতে (BSE) আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম 5 শতাংশ, আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম 5 শতাংশ, আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম 5 শতাংশ ও আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম 4.98 শতাংশ কমেছে ।
এছাড়া আদানি পাওয়ারের শেয়ারের দর 4.98 শতাংশ, এনডিটিভির শেয়ারের দর 4.05 শতাংশ ও আদানি উইলমারের শেয়ারের দর 3.35 শতাংশ কমেছে । তবে শেয়ারের দরের নিরিখে অম্বুজা সিমেন্টস 2.45 শতাংশ, আদানি পোর্টস 1.24 শতাংশ ও এসিসি 0.03 শতাংশ বেড়েছে । গতাকল, বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত দশটি সংস্থার মধ্যে আটটির শেয়ারের দাম কমেছিল ৷ তার আগের দিন বুধবারও পরিস্থিতি একই ছিল ৷
শুক্রবার বিএসই সেনসেক্স 141.87 পয়েন্ট বা 0.24 শতাংশ কমে 59,463.93-এ শেষ হয়েছে ৷ এখানেও বিয়ারিশ ট্রেন্ড দেখা যাচ্ছে ৷ গত 16 ফেব্রুয়ারি থেকে বিএসই বেঞ্চমার্ক 1,855.58 পয়েন্ট বা 3 শতাংশ কমে গিয়েছে ।