পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Reason Behind Loan Application Declined: ঋণের আবেদন খারিজের প্রধান কারণ কম ক্রেডিট স্কোর - Reason for Rejection of Loan Application

ব্যাংক থেকে ঋণ মঞ্জুর করতে সবচেয়ে গুরুত্বপূরণ ক্রেডিট স্কোর (Reason Behind Loan Application Declined) ৷ আর এর জন্য ঋণের আবেদনকারীকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে ৷ সেই নিয়েই পড়ুন ইটিভি ভারতের এই বিশেষ প্রতিবেদন ৷

Rejection of Loan Application ETV BHARAT
Rejection of Loan Application

By

Published : Jan 20, 2023, 2:16 PM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি: বাড়ি বা গাড়ি কেনার সময় আমরা ঋণের নিতে ব্যাংকে যাই ৷ আর এই বাড়ি বা গাড়ি যখন একটি অপ্রত্যাশিত প্রয়োজন দেখা দেয়, সেই সময় আমরা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করে থাকি ৷ যার সুদের হার একটু বেশি হয় ৷ অনেক সময় ঋণের আবেদনের জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিলেও, ব্যাংক সেই আবেদন খারিজ করে দেয় (Low Credit Score Main Reason for Rejection of Loan Application) ৷ কীভাবে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা বেরব ? দেখে নেওয়া যাক ৷

সুদের হার ক্রমেই বাড়ছে ৷ রিপোর্ট অনুযায়ী, খুচরো ঋণের চাহিদা ক্রমশ বাড়ছে ৷ তাই ব্যাংকগুলি প্রতিটি আবেদনের ক্ষেত্রে বর্তমানে সূক্ষ্মভাবে সব নথি পরীক্ষা করে ৷ ব্যাংক ঋণগ্রহীতার আবেদন বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত ভালো ও খারাপ দিক যাচাই করে ৷ এমন পরিস্থিতিতে, যদি আপনার ঋণের আবেদন খারিজ হয়ে যায়, তাহলে প্রথমে কারণগুলো খুঁজে বের করুন (Reason Behind Loan Application Declined) ৷

সাধারণত, ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) ঋণের আবেদন প্রত্যাখ্যান করার কারণ সম্পর্কে ব্যাখ্যা করে ৷ কম ক্রেডিট স্কোর, অপর্যাপ্ত আয়, কিস্তি ইতিমধ্যেই আয়ের 50 শতাংশ স্পর্শ করেছে, ইএমআই দেরি করা, ঘন ঘন চাকরি পরিবর্তন বাড়ি কেনার ক্ষেত্রে বাধা হওয়ার প্রধান কারণগুলির মধ্যে একটি ৷ ক্রেডিট রিপোর্টে ত্রুটির কারণে অনেকসময় একটি ঋণের আবেদন খারিজ হতে পারে ৷

আপনাকে ভাল ক্রেডিট রিপোর্ট নিশ্চিত করতে হবে ৷ ভালো ক্রেডিট স্কোর পেতে, চালু থাকা ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে হবে ৷ 750 এর উপরে ক্রেডিট স্কোর থাকলে, ঋণের আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা কম ৷ ক্রেডিট স্কোরের কারণে ঋণের আবেদন বাতিল হলে, তা স্কোর বাড়ানোর চেষ্টা করতে হবে ৷ সময়মতো কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলে ধীরে ধীরে স্কোর বাড়বে ৷

আরও পড়ুন:ভারতের মোট সম্পদের 40 শতাংশ রয়েছে 1% জনসংখ্যার কাছে, দাবি রিপোর্টে

এই ধরনের জটিলতার হাত থেকে রক্ষা পেতে কয়েকদিন ক্রেডিট কার্ড কম ব্যবহার করুন ৷ তবে, চালু থাকা ক্রেডিট কার্ড বাতিল করবেন না ৷ নতুন কার্ডের জন্য আবেদন করলে, তা স্কোরের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ৷ নতুন ঋণ প্রদানকারী সংস্থা চালু থাকা লোন এবং তার উপর যে এএমআই দেওয়া হচ্ছে তাও দেখবে ৷ এক্ষেত্রে আপনার চালু থাকা ইএমআই মোট আয়ের 45-50 শতাংশের বেশি হওয়া উচিত নয় ৷ আপনার আয়ের কিস্তির অনুপাত 40-50 শতাংশ পৌঁছে গেলে, ব্যাংক নতুন ঋণ কখনই মঞ্জুর করবে না ৷

ABOUT THE AUTHOR

...view details