পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Financial Protection for Child: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকরী

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে প্রত্যেক বাবা-মায়ের একটি চিন্তা থাকে ৷ তাই সেক্ষেত্রে দীর্ঘ ও স্বল্প মেয়াদি, উভয় বিনিয়োগ করাই ভালো ৷ স্বল্প মেয়াদি বিনিয়োগে নিকট প্রয়োজনগুলি মিটে যাবে ৷ আর দীর্ঘ মেয়াদি বিনিয়োগ উচ্চশিক্ষা-সহ অন্যান্য ভবিষ্যৎ সুরক্ষার কাজে লাগবে ৷

Financial Protection for Child ETV BHARAT
Financial Protection for Child

By

Published : Jun 17, 2023, 12:29 PM IST

হায়দরাবাদ, 17 জুন: প্রত্যেক বাবা-মা তাদের সন্তানদের ভবিষ্যতের চাহিদার বিষয় নিয়ে চিন্তা করেন ৷ আর সেটা যখন কন্যাসন্তানের বিষয়ে হয়, তখন তারা আরও বেশি সতর্ক হয়ে যান ৷ ধরা যাক এক দম্পতির দু’টি মেয়ে রয়েছে ৷ যদি তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য কমপক্ষে 15 বছরের জন্য প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চান, তাহলে তাদের কাছে বিকল্প কী থাকতে পারে ?

বিশেষজ্ঞরা পরামর্শ দেয়, অভিভাবকদের প্রথমেই উচিত তাদের মেয়েদের ভবিষ্যতের আর্থিক প্রয়োজনের বিষয়টিকে সুরক্ষিত করা ৷ এর জন্য বাবা-মায়েরা সন্তানদের নামে বার্ষিক আয়ের কমপক্ষে 10 গুণ বেশি টার্ম ইন্স্যুওরেন্স পলিসি নিতে পারে ৷ 10,000 টাকার মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় 3,000 টাকা বিনিয়োগ করা যেতে পারে ৷ বাকি 7 হাজার টাকা ডাইভার্সিফাইড ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে ৷ এই বিনিয়োগের পরিমাণ যে কোনও সময় চাইলেই বাড়ানো যেতে পারে ৷ যদি অভিভাবকরা 15 বছরের জন্য 10 হাজার টাকা প্রতি মাসে বিনিয়োগ করে ৷ তাহলে 15 বছর পর 12 শতাংশ সুদের হারে গড় বার্ষিক রিটার্ন আনুমানিক 44,73,565 টাকা হবে ৷

আরও পড়ুন:মাসিক আয়ের জন্য সেরা বিনিয়োগের পথ বন্ড, কীভাবে ?

অনেকে আবার অন্তত 8 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 25 হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চায় ৷ তাদের জন্য কয়েকটি পলিসি বা বিমায় ভাল রিটার্নের সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু, এটা ভুললে চলবে না যে, যখনই বেশি পরিমাণ রিটার্নের আশা করা হয়, সেখানে ঝুঁকির সম্ভাবনাও থাকে ৷ মাঝারি এবং অল্প সময়ের ফান্ডে বিনিয়োগে অন্তত 30-40 শতাংশ বরাদ্দ করা উচিত ৷ বাকি অর্থ ডাইভার্সিফাই ইক্যুইটি ফান্ডে বিনিয়োদ করা শ্রেয় ৷ ভালো রিটার্ন প্রদানকারী ও ভালো-পারফর্ম করে এমন তহবিলগুলি বিনিয়োগের জন্য বেছে নেওয়া উচিত ৷ আর বছর অন্তত একবার বিনিয়োগের মূল্যায়ন করা খুব জরুরি ৷

আরও পড়ুন:স্বাস্থ্য বিমার সঙ্গে অতিরিক্ত সুরক্ষা দেয় সাপ্লিমেন্টরি পলিসি

একজন 69 বছরের বৃদ্ধ বা বৃদ্ধার পক্ষে টার্ম ইস্যুওরেন্স পলিসি নেওয়া কী সম্ভব ? হ্যাঁ, অবশ্যই সম্ভব ৷ কিন্তু, যদি তাদের সমস্ত আর্থিক বাধ্যবাধকতা শেষ হয়ে গিয়ে থাকে এবং একটি অবসর তহবিল থাকে, তাহলে তাদের কোনও পলিসির খুব বেশি প্রয়োজন নাও হতে পারে ৷ এটা নির্ভর করে ব্যক্তির ব্যক্তিগত চাহিদার উপর ৷ 69 বছরের বৃদ্ধ বা বৃদ্ধার জন্য টার্ম পলিসির প্রিমিয়াম অনেক বেশি হবে ৷ এক্ষেত্রে দু’টি আলাদা বীমা সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত ৷ আর সেখান থেকে একটিকে নিজেদের চাহিদা মতো বেছে নেওয়া যেতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details