মুম্বই, 10 ফেব্রুয়ারি:সংকটে জর্জরিত আদানি গ্রুপের শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে শীঘ্রই দেখা করে উদ্ভূত পরিস্থিতির ব্যাখ্যা চাইবে এলআইসি কর্তৃপক্ষ (LIC to Meet Adani Group)৷ বৃহস্পতিবার এই বিমা সংস্থার চেয়ারম্যান এমআর কুমার এ কথা জানিয়েছেন । আদানি গোষ্ঠীর সংস্থাগুলির স্টকে এলআইসির বিনিয়োগে বিরোধী দলগুলির পাশাপাশি বিনিয়োগকারীদের সমালোচনার মুখে পড়েছে বিমা সংস্থা ৷
আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানি নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনার পর থেকেই এই নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে ৷ আদানির কোম্পানিগুলিতে এলআইসি-র বিনিয়োগ নিয়েও উদ্বেগে পড়েছেন বিনিয়োগকারীরা ৷ এই অবস্থায় বৃহস্পতিবার এলআইসি-র চেয়ারম্যান এমআর কুমার আর্নিং কনফারেন্সে জানান, "আমাদের বিনিয়োগকারী দল ইতিমধ্যেই আদানিদের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ভাবে জানতে চেয়েছে ৷ তবে আমাদের শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কারণ আমরা ফলাফল প্রস্তুত করতে ব্যস্ত ছিলাম । আমরা শীঘ্রই তাঁদের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা চাইব । আমরা বুঝতে চাই বাজারে এবং গ্রুপে কী ঘটছে ৷ তাঁরা কীভাবে পুরো সংকটটি সামলাচ্ছে তা জানতে আমরা শীঘ্রই কথা বলব ।"