নয়াদিল্লি, 24 মার্চ: কর্মী সংকোচনের সিদ্ধান্তের কথা ঘোষণা করল অ্যাকসেঞ্চার (IT services company Accenture) ৷ বৃহস্পতিবার তারা এই ঘোষণা করেছে ৷ ভারতে তারা 19 হাজার কর্মীকে ছাঁটাই (Job cut) করতে চলেছে বলে জানিয়ে দিয়েছে ৷ এই সংস্থা সারা বিশ্বে তথ্য প্রযুক্তি পরিষেবা দেয় ৷ ভারতেও এই সংস্থার উপস্থিতি বেশ বড় ৷ ফলে তাদের এই ঘোষণায় ব্যবসায়িক মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷
বৃহস্পতিবার ওই সংস্থার তরফে 2023-24 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের রাজস্ব বৃদ্ধি ও লাভ খুব ভালো হবে না বলে পূর্বাভাস দিয়েছে ৷ সেই পরিস্থিতি আঁচ করেই আগেভাগে খরচ কমাতে চাইছে ওই সংস্থা ৷ তাই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে ৷ একই সঙ্গে সারা বিশ্বের খারাপ অর্থনৈতিক অবস্থার (Global Economic Outlook) কথাও উল্লেখ করা হয়েছে ৷
এই নিয়ে অ্যাকসেঞ্চারের (Accenture) প্রেসিডেন্ট ও সিইও জুলি সুইট একটি বিবৃতি দিয়েছেন ৷ সেই বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘আমরা 2024 ও তার পরেও আমাদের সংস্থার খরচ কমাতে পদক্ষেপ করছি । আমাদের ব্যবসায় বিনিয়োগ অব্যাহত রেখে ও আমাদের লোকেদের সামনে উল্লেখযোগ্য বৃদ্ধির সুযোগের সদ্ব্যবহার করতেই এই পদক্ষেপ করা হচ্ছে ৷’’