হায়দরাবাদ, 28: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বড় ঘোষণা ৷ গণেশ চতুর্থীর দিন ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে রিলায়েন্স ৷ 19 সেপ্টেম্বর থেকে জিও এয়ার-ফাইবার পরিষেবা দিতে চলেছে এই কোম্পানি ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 46তম বার্ষিক সাধারণ সভায় এমনই ঘোষণা করেছেন মুকেশ আম্বানি ৷
এদিন তিনি বলেন, "রিলায়েন্সের লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয় বাড়িতে জিও ফাইবার পৌঁছে দেওয়া ৷ আজ, ভারতে ওয়ার্কিং সেক্টরে মোট 5G পরিষেবার প্রায় 85 শতাংশ জিও'র। ডিসেম্বরের মধ্যে আমাদের প্রায় 1 মিলিয়নের বেশি 5জি পরিষেবা চালু হবে। অপটিক্যাল ফাইবারের সাহায্যে প্রতিদিন 15 হাজার গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন ৷ কিন্তু জিও এয়ার ফাইবার এসে গেলে সেই সংখ্যাটা আরও বেড়ে যাবে ৷ প্রতিদিন তখন লাখেরও বেশি গ্রাহককে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে জিও ৷ এক কথায় প্রায় 10 শতাংশ পরিষেবা বৃদ্ধি পাবে একদিনে ৷
তিনি আরও বলেন, "আগামী তিন বছরের মধ্যে প্রায় 200 মিলিয়ন বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার পরিষেবা অপটিক্যাল ফাইবার পরিষেবা 1 কোটিরও বেশি বাড়ি এবং অফিসে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে জিও ট্রু 5জি দেশের 96 শতাংশ শহরে পৌঁছে গিয়েছে। 2023 সালের ডিসেম্বরের মধ্যেই তা দেশের সব এলাকায় পৌঁছে যাবে।"