নয়াদিল্লি, 10 অক্টোবর: এ বারের নবরাত্রিতে মোটরগাড়ি শিল্পে বিক্রির জোয়ার এসেছে (Automobile Industry Sale)৷ দেশের মোটরগাড়ি শিল্পে সার্বিক খুচরো বিক্রির গ্রাফ গত বছরের তুলনায় এক লাফে 57 শতাংশ বেড়েছে ৷ সোমবার এই তথ্য জানিয়েছে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (Federation of Automobile Dealers Association)৷
বিক্রি বেড়েছে সব গাড়ির ক্ষেত্রে (Automobile industry in India)৷ দু-চাকার গাড়ি 52 শতাংশ, চার চাকার গাড়ি 115 শতাংশ, বাণিজ্যিক গাড়ি 48 শতাংশ, যাত্রীবাহী যানবাহন 70 শতাংশ ও ট্রাক্টরের বিক্রি 58 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এফএডিএ-র সভাপতি মণীশ রাজ সিংঘানিয়া জানিয়েছেন, "এই প্রথমবার এফএডিএ নবরাত্রিতে গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করছে ৷ 2019 সালের নবরাত্রির সঙ্গে তুলনা করলে দেখা যাবে, সার্বিক রিটেইল বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে ৷" চলতি বছর নবরাত্রি উদযাপন হয়েছে 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর ৷ এই সময়কালে গাড়ি বিক্রির হার বিপুল পরিমাণে বেড়েছে ৷