হায়দরাবাদ, 21 অক্টোবর: ভারসাম্য বজায় রাখার জন্য বিনিয়োগকারীদের তাদের পরিকল্পিত বিনিয়োগগুলি সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুসারে নিয়ন্ত্রণ করতে হবে ৷ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ এবং সোনায় বিনিয়োগে নিশ্চিত রিটার্ন (Guaranteed return on investment in gold) রয়েছে ৷ অতীতে যা সবচেয়ে বেশি মানুষ করত ৷ তবে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দ বদলাতে শুরু করে ৷ তবে, বর্তমান প্রজন্ম সেই সব নিশ্চিত আয় হবে এমন পরিকল্পনাগুলির প্রতি আগ্রহ দেখায় না ৷ বরং ঝুঁকি আছে এমন সব বিনিয়োগের প্রতি তাঁরা বেশি আগ্রহ দেখান ৷ যেখানে দ্রুত আয়ের একটা সুযোগ থাকে (Invest and Relax Stance Wont Work in Stock Markets) ৷
এমনকি বর্তমান প্রজন্মের মধ্যে সময়ে সময়ে তাঁদের বিনিয়োগগুলিকে যাচাই করার প্রবণতা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় না ৷ ভারসাম্য তৈরির চেষ্টাও তারা করে না ৷ এই আচরণ কখনই শেষ পর্যন্ত চাহিদা অনুযায়ী লাভের মুখ দেখায় না ৷ আর এই প্রবণতা বেশি করে দেখা যাচ্ছে করোনা পরবর্তী সময়ে ৷ যেখানে শেয়ারবাজারে অনেক বেশি বিনিয়োগকারীর (Stock Markets Investment) সংখ্যা বাড়ছে ৷ গত 2 বছরে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷