নয়াদিল্লি, 23 এপ্রিল: পায়ে যেন সরষে ফুল ৷ ইচ্ছে হলেই ভ্রমণে বেরিয়ে পড়েন দেশবাসী ৷ ঘুরতে ভালেবাসেন না এমন মানুষের দেখা মেলা ভার দেশে ৷ আর ছুটি কাটাতে বেশিরভাগ ভারতীয়দেরই পছন্দ বিদেশ বিভুঁই । তবে কি না বিদেশ ভ্রমণে এক বছরে ব্যয় 1200 কোটি টাকা ৷ না না শুনে আপনিও আকাশ থেকে পড়বেন না ৷ এটা কোনও এক ব্যক্তির কর্মকাণ্ড নয় ৷ গোটা দেশের অবদান রয়েছে এতে ৷ বলছে সমীক্ষা ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে প্রকাশিত রিপোর্ট এই তথ্য উঠে এসেছে ৷ সেই রিপোর্ট অনুয়ায়ী, ভারতীয়রা গত এক বছরে বিদেশ ভ্রমণে মার্কিন মুদ্রায় 12.51 বিলিয়ন ব্যয় করেছে । যার মূল্য ভারতীয় টাকায় 1200 কোটি টাকারও বেশি । গত বছরের তুলনায় এই আর্থিক বছরে বিদেশ ভ্রমণে ভারতীয়দের সংখ্যা 104 শতাংশ বেড়েছে ।
আরবিআই-এর লিবারলাইজড রেমিট্যান্স স্কিম (এলআরএস) এর রিপোর্ট অনুসারে, 2022 আর্থিক বছরে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভারতীয়রা বিদেশ ভ্রমণের জন্য মার্কিন মুদ্রায় 6.13 বিলিয়ন (ভারতীয় মুদ্রা অনুসারে 600 কোটিরও বেশি) ব্যয় করেছে । এলআরএসের অধীনে ভারতীয়রা প্রতি আর্থিক বছরে মার্কিন মুদ্রায় 250,000 খরচ করতে পারে । 2023 সালের ফেব্রুয়ারিতে দেশবাসী বিদেশ ভ্রমণে 1.07 বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রা অনুসারে) ব্যয় করেছেন । যা 2022 সালের ফেব্রুয়ারি মাসের চেয়ে 9.2 শতাংশ বেশি । তবে, 2023 সালের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশ ভ্রমণের খরচ 28 শতাংশ কমেছে । জানুয়ারি মাসের শুরুতে ভারতীয়রা বিদেশ সফরে 1.49 বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রা অনুসারে প্রায় 150 কোটি) খরচ করেছিল ।