মুম্বই, 28 জুন: শেয়ার মার্কেটে আবার রেকর্ড ৷ বুধবার সেনসেক্স ও নিফটি সর্বকালীন বৃদ্ধির রেকর্ড করেছে ৷ সেনসেক্স রেকর্ড 64 হাজারে পৌঁছেছে এবং নিফটি পৌঁছেছে 19 হাজারে ৷ দিনের শেষে সেনসেক্স 63,416.03 পয়েন্টে ও নিফটি 8,817.40 বন্ধ হয়েছে ৷ জানা যাচ্ছে যে বিশ্বের বাজারের সঙ্গে সাজুয্য রেখেই হয়েছে এই রেকর্ড ৷ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মার্কেট থেকে বিদেশ তহবিল চলে আসায় এই সর্বকালীন বৃদ্ধি হয়েছে ৷
শেয়ার বাজার সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন যে জিডিপি নিয়ে দৃঢ় দৃষ্টিভঙ্গি, মাঝারি মুদ্রাস্ফীতি ও বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ বাজারের মৌলিক বিষয়গুলি শক্তিশালী করেছে ৷ যার ফলে এই বৃদ্ধি হয়েছে ৷ তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে মুদ্রাস্ফীতি এখন অনেকটাই কমেছে ৷ কিন্তু এই প্রবণতা কতটা দীর্ঘমেয়াদী হয়, সেটাই এখন দেখার ৷
এইচডিএফসি সিকিউরিটিজের রিটেল রিসার্চের প্রধান দীপক জাসানি বলেন, ‘‘মেগা টেক স্টকগুলির জন্য মার্কিন স্টকগুলি মঙ্গলবার উপরের দিকে শেষ হয়েছিল ৷ তথ্য বলছে যে উচ্চ সুদের হার সত্ত্বেও বিনিয়োগকারীরা দ্বিতীয় ত্রৈমাসিকের শেষের দিকে ও বছরের প্রথমার্ধের দিকে বিনিয়োগে এগিয়ে অর্থনীতি স্থিতিস্থাপক অবস্থায় থাকে ৷’’