নয়াদিল্লি, 31 জানুয়ারি: মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে (American research firm Hindenburg Report) ধাক্কা খেয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি । যদিও আদানি গোষ্ঠী তার 413 পাতার উত্তরে হিন্ডেনবার্গ রিপোর্টকে অস্বীকার করেছে ৷ তার পরও তাঁর ব্যবসা ও শেয়ারের উপর এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে ৷ এর জেরে গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নিয়র সূচকে পিছিয়ে পড়েছেন ৷ আর বিশ্বের প্রথম দশজন ধনীর তালিকায় তাঁর নাম নেই ৷
ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, আদানি এখন 11 নম্বরে নেমে এসেছেন । বলা হচ্ছে, ওই মার্কিন সংস্থার রিপোর্টের পরই গৌতম আদানি বিরাট ক্ষতির মুখে পড়েছেন । এখন পর্যন্ত আদানি গোষ্ঠী প্রায় 36.1 বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন ৷ শুধু তাই নয়, শেয়ারের বিশাল পতনের কারণে প্রায় 65 বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে আদানি গোষ্ঠী । এছাড়া তাঁর সম্পদ এখন 84.4 বিলিয়ন মার্কিন ডলার বলা হচ্ছে । এই তালিকায় আদানির পিছনে রয়েছেন মুকেশ আম্বানি । তার সম্পদের পরিমাণ 82.2 বিলিয়ন মার্কিন ডলার ৷
প্রসঙ্গত, হিন্ডেনবার্গ রিসার্চ গত 23 জানুয়ারি একটি প্রতিবেদনে দাবি করে যে আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে শেয়ার ম্যানিপুলেশন ও অ্যাকাউন্ট জালিয়াতি করছে । মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমতে শুরু হয়েছে ৷ ফলে আদানির মোট সম্পত্তির উপরও প্রভাব পড়েছে ৷ তবে হিন্ডেনবার্গের রিপোর্টকে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে আদানি গোষ্ঠী (Adani Group on Hindenburg Report) ৷ তারা পালটা 413 পাতার বিবৃতি দিয়েছে ৷ সেখানে ওই গবেষণা পত্রের 88টি প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হয়েছে ৷ আর ওই প্রতিবেদনকে অপমানজনক বলেও উল্লেখ করেছে ৷