হায়দরাবাদ, 16 মার্চ: বিশ্ব বাজারের অবস্থা ভালো নয় ৷ এই অবস্থাকে বিচার করে ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল লিমিটেড (Credit Rating Agency CRISIL) বৃহস্পতিবার অনুমান করেছে, ভারতের সমস্ত দেশিয় পণ্যের উৎপাদন (জিডিপি) 2024 সালের মধ্যে 6 শতাংশে পৌঁছবে । ভৌগলিক-রাজনৈতিক ঘটনাগুলির পারস্পরিক প্রভাবে অত্যন্ত উচ্চ মূল্যস্ফীতি এবং এর মোকাবিলায় সুদের হারের তীব্র বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে আরও খারাপ করেছে বলে ক্রিসিল উল্ল্যেখ করেছে ।
আগামী বছর মূল্যস্ফীতি 5 শতাংশ থাকার সম্ভাবনা: ক্রেডিট রেটিং এজেন্সি বলেছে, অভ্যন্তরীণ বিষয়ে 2024 অর্থবর্ষে সুদের হার বৃদ্ধির প্রভাব অব্যাহত থাকবে । ক্রিসিলের মতে, অপরিশোধিত তেল এবং দ্রব্যমূল্যের দাম কিছুটা নিয়ন্তনে থাকার কারণে আর্থিক বছর 2024 মূল্যস্ফীতির গড় 5 শতাংশ হবে বলে আশা করা হচ্ছে (Indian Economy in FY 2024)। তবে ভালো রবি ফসলের উৎপাদন খাদ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে সাহায্য করবে ৷ অন্যদিকে মন্থর অর্থনীতি মূল মুদ্রাস্ফীতিকে (food Inflation) কমিয়ে আনবে ।