পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Indian Economy Growth: 2050 সালের মধ্যে 30 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছবে ভারত, দাবি এইচডিএফসি চেয়ারম্যানের - অতনু চক্রবর্তী

Indian Economy Projections: যদি বর্তমান জিডিপি বৃদ্ধির গতি কিছু বছর ধরে চলতে থাকে তবে ভারত 2045-50 সালের মধ্যে 30-ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷ এ ক্ষেত্রে মাথাপিছু আয় হবে 21 হাজার মার্কিন ডলার ৷ এমনটাই আশার কথা জানিয়েছেন এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান অতনু চক্রবর্তী ৷

Indian Economy Growth
ভারতের অর্থনীতির বৃদ্ধি

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 9:51 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: 2050 সালের মধ্যে 30-ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত ৷ এমনটাই আশা করা হচ্ছে বলে বুধবার জানালেন এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান এবং প্রাক্তন অর্থনৈতিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তী ৷ তিনি বলেছেন, এই বছর ভারতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির মূল্যবৃদ্ধি প্রায় 6.3 শতাংশ এবং মুদ্রাস্ফীতি প্রায় 6 শতাংশ থাকবে বলে অনুমান করেছে ৷ তাই নমিনাল জিডিপি প্রায় 10-12 শতাংশ হবে ।

নয়াদিল্লিতে এদিন কেপিএমজি'র তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে এসেছিলনে তিনি ৷ সেখানেই অতনু চক্রবর্তী জানান, যদি দেশের অর্থনীতির বৃদ্ধির হার একই গতিতে কয়েক বছর ধরে বাড়তে থাকে তাহলে এটি 2045-50 সালের মধ্যে ভারতকে 30-ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করবে ৷ এর ফলে মাথাপিছু আয় 21 হাজার মার্কিন ডলার হবে ৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার 0.2 শতাংশ ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান করেছে ৷ ফলে 6.1 থেকে বেড়ে 6.3 শতাংশ হয়েছে ৷ তবে গোটা বিশ্বের মূল্যবৃদ্ধির পূর্বাভাসকে 3 শতাংশে কমানো হয়েছে ।

আইএমএফ জুলাইয়ে 2023-24 সালে ভারতের জিডিপি 6.1 শতাংশ হবে বলে অনুমান করেছিল । তবে চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বশেষ অনুমান 6.5 শতাংশের চেয়ে কম জিডিপি । গত সপ্তাহে বিশ্ব ব্যাংক চলতি আর্থিক বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হারকে 6.3 শতাংশ ধরে রেখেছে ।

আরও পড়ুন:প্রথম ত্রৈমাসিকেই 8 শতাংশ ছাড়াবে দেশের জিডিপি, অনুমান এসবিআইয়ের গবেষকদের

ভারতে 2023-24 সালে জিডিপি 6.3 শতাংশে থাকবে বলে আশা করা হচ্ছে ৷ বিশ্ব ব্যাংকের ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট এমনটাই জানিয়েছে । বিশ্ব ব্যাংক তার এপ্রিলের প্রতিবেদনেও জিডিপি বৃদ্ধির হার 6.3 শতাংশ অনুমান করেছিল । 2022-23 সালে ভারতে জিডিপি 7.2 শতাংশ বৃদ্ধি পেয়েছিল । গত মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সামান্য কমিয়ে 6.3 শতাংশে এনেছে ।

ABOUT THE AUTHOR

...view details