নয়াদিল্লি, 11 অক্টোবর: 2050 সালের মধ্যে 30-ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত ৷ এমনটাই আশা করা হচ্ছে বলে বুধবার জানালেন এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান এবং প্রাক্তন অর্থনৈতিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তী ৷ তিনি বলেছেন, এই বছর ভারতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির মূল্যবৃদ্ধি প্রায় 6.3 শতাংশ এবং মুদ্রাস্ফীতি প্রায় 6 শতাংশ থাকবে বলে অনুমান করেছে ৷ তাই নমিনাল জিডিপি প্রায় 10-12 শতাংশ হবে ।
নয়াদিল্লিতে এদিন কেপিএমজি'র তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে এসেছিলনে তিনি ৷ সেখানেই অতনু চক্রবর্তী জানান, যদি দেশের অর্থনীতির বৃদ্ধির হার একই গতিতে কয়েক বছর ধরে বাড়তে থাকে তাহলে এটি 2045-50 সালের মধ্যে ভারতকে 30-ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করবে ৷ এর ফলে মাথাপিছু আয় 21 হাজার মার্কিন ডলার হবে ৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার 0.2 শতাংশ ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান করেছে ৷ ফলে 6.1 থেকে বেড়ে 6.3 শতাংশ হয়েছে ৷ তবে গোটা বিশ্বের মূল্যবৃদ্ধির পূর্বাভাসকে 3 শতাংশে কমানো হয়েছে ।