ডাভোস, 16 জানুয়ারি: ভারতের এক শতাংশ ব্যক্তির কাছে রয়েছে দেশের 40 শতাংশেরও বেশি সম্পদ (India Richest Own More Than 40 Per Cent of Total Wealth) ৷ সেখানে অর্থ ব্যবস্থার শেষের দিকে থাকা জনসংখ্যার অর্ধেকের হাতে রয়েছে মোট সম্পদের 3 শতাংশ ৷ প্রকাশিত গবেষণার রিপোর্টে সোমবার এমনটাই দেখা গিয়েছে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার (World Economic Forum Annual Meeting) প্রথম দিনে ভারতের আর্থিক বৈষম্য সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ৷ ডানপন্থী সংগঠন অক্সফাম ইন্টারন্যাশনালের জানিয়েছে, ভারতের দশ ধনী ব্যক্তি ৫ শতাংশ হারে কর দিলে দেশের শিশু শিক্ষার পুরো খরচ উঠে আসবে ৷
ওই প্রতিবেদনে বলা হয়েছে, একজন বিলিয়নিয়ারের থেকে এক-দফা কর নেওয়া হলে ভারতের প্রাথমিক বিদ্যালয়গুলিতে 1 বছরের জন্য 50 লক্ষের বেশি শিক্ষক নিয়োগ করা যাবে ৷ আর সেই করের পরিমাণ হবে প্রায় 1.79 লক্ষ কোটি টাকা ৷ 'সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট' নামে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ধনকুবেরদের থেকে যদি একবার সম্পূর্ণ আয়ের উপর 2 শতাংশ কর নেওয়া যায় ৷ তাহলে আগামী 3 বছরের জন্য দেশের অপুষ্টি দূর করতে প্রয়োজনীয় 40,423 কোটি টাকা জোগাড় হয়ে যাবে ৷