পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Index Schemes: দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কম ঝুঁকিপূর্ণ ইনডেক্স স্কিম ভালো - ইনডেক্স স্কিম

ঝুঁকি এবং রিওয়ার্ড উভয়ই সীমিত হওয়ায় ইনডেক্স স্কিমে দীর্ঘ সময় পর্যন্ত বিনিয়োগ বজায় রাখা যায় । ইউটিআই মিউচুয়াল ফান্ড এরকম দুটি নতুন স্কিম চালু করেছে এবং কোটাক মিউচুয়াল ফান্ড একটি স্কিম চালু করেছে ।

Index Schemes
ইনডেক্স স্কিম

By

Published : Jun 10, 2023, 11:40 AM IST

হায়দরাবাদ, 10 জুন: ইনডেক্স স্কিমগুলি খুব বেশি টাকা ফেরত না দিতে পারলেও সেগুলিতে ঝুঁকি কম ৷ এগুলি দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে নির্ভরযোগ্য। ইউটিআই মিউচুয়াল ফান্ড দুটি নতুন স্কিম চালু করেছে ৷ সেগুলি হল, 'ইউটিআই নিফটি 50 ইক্যুয়াল ওয়েট ইনডেক্স ফান্ড এবং 'ইউটিআই এস এন্ড পি বিএসই হাউজিং ইনডেক্স ফান্ড । উভয়ই ইনডেক্স স্কিম । এনএফও-তে ন্যূনতম বিনিয়োগের মূল্য হল 5 হাজার টাকা । শারওয়ান কুমার গয়েল এবং আয়ুশ জৈন ইউটিআই নিফটি 50 ইক্যুয়াল ওয়েট ইনডেক্স ফান্ডের ম্যানেজার হিসাবে কাজ করবেন ।

নিফটি 50 ইক্যুয়াল ওয়েট টিআরআই ইনডেক্স এই স্কিমের কর্মক্ষমতার পরিমাপ অনুযায়ী নেওয়া হয় । এই স্কিমের অধীনে তোলা ফান্ডগুলি নিফটি 50 ইক্যুয়াল ওয়েট ইনডেক্সের অংশ এমন কোম্পানিগুলির শেয়ারগুলিতে বিনিয়োগ করা হয় । ব্যাংক, আইটি এবং পেট্রোলিয়াম পণ্য খাতের কোম্পানিগুলি এই ইনডেক্সে বেশি গুরুত্ব পায় । প্রায় 50 শতাংশ ওয়েটেজ শুধু এই তিনটি সেক্টরের জন্য ।

ইউটিআই এস এন্ড পি বিএসই হাউজিং ইনডেক্স ফান্ড একটি সম্পূর্ণ নতুন স্কিম । এর আগে কোনও মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ধরনের স্কিম চালু করেনি । প্রথমবার এটি আনার কৃতিত্ব ইউটিআই মিউচুয়াল ফান্ডের । এস এন্ড পি বিএসই হাউজিং টিআরআই ইনডেক্স এই স্কিমের কর্মক্ষমতার পরিমাপ অনুযায়ী নেওয়া হয় । অর্থাৎ, এই স্কিমের পোর্টফোলিও ওই ইনডেক্সের কোম্পানিগুলির শেয়ার দিয়ে তৈরি করা হবে । গত বছরের তুলনায় ইনডেক্সটি 13 শতাংশ রিটার্ন দিয়েছে ।

গত তিন বছরের দিকে ফিরে তাকালে দেখা যাবে আরও অনেক কিছু পাওয়া গিয়েছে । মূলত নির্মাণ খাতের কোম্পানিগুলি এই ইনডেক্সের অন্তর্ভুক্ত । ইনডেক্স স্কিমে রক্ষণাবেক্ষণ খরচ কম ৷ যা খুবই ভালো ব্যপার । অন্যদিকে ঝুঁকি কম তবে রিওয়ার্ড সীমিত । এই ধরনের স্কিমগুলি সেইসব বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান ।

আরও পড়ুন:কর ছাড়ে সুবিধা দেয় ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে বিনিয়োগ

কোটাক মিউচুয়াল ফান্ড 'কোটক নিফটি 200 মোমেন্টাম 30 ইনডেক্স ফান্ড' নামে একটি নতুন স্কিম চালু করেছে । এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ফান্ড । নিফটি 200 মোমেন্টাম ইনডেক্স ফান্ড এই স্কিমের কর্মক্ষমতার পরিমাপ অনুযায়ী নেওয়া হয় । কোটাক নিফটি 200 মোমেন্টাম 30 ইনডেক্স ফান্ড 'পোর্টফোলিও' তৈরি করা হবে 'নর্মালাইজড মোমেন্টাম স্কোর'-এর উপর ভিত্তি করে এই ইনডেক্সের প্রধান কোম্পানিগুলির সঙ্গে । নিফটি 200 মোমেন্টাম 30 টিআরআই ইনডেক্স গত এক দশকে 20 শতাংশের গড় বার্ষিক রিটার্ন অর্জন করেছে । এটি নিফটি 200 টিআরআইয়ের তরফে অর্জিত 14 শতাংশ রিটার্নের চেয়ে অনেক বেশি ।

ABOUT THE AUTHOR

...view details