হায়দরাবাদ, 10 জুন: ইনডেক্স স্কিমগুলি খুব বেশি টাকা ফেরত না দিতে পারলেও সেগুলিতে ঝুঁকি কম ৷ এগুলি দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে নির্ভরযোগ্য। ইউটিআই মিউচুয়াল ফান্ড দুটি নতুন স্কিম চালু করেছে ৷ সেগুলি হল, 'ইউটিআই নিফটি 50 ইক্যুয়াল ওয়েট ইনডেক্স ফান্ড এবং 'ইউটিআই এস এন্ড পি বিএসই হাউজিং ইনডেক্স ফান্ড । উভয়ই ইনডেক্স স্কিম । এনএফও-তে ন্যূনতম বিনিয়োগের মূল্য হল 5 হাজার টাকা । শারওয়ান কুমার গয়েল এবং আয়ুশ জৈন ইউটিআই নিফটি 50 ইক্যুয়াল ওয়েট ইনডেক্স ফান্ডের ম্যানেজার হিসাবে কাজ করবেন ।
নিফটি 50 ইক্যুয়াল ওয়েট টিআরআই ইনডেক্স এই স্কিমের কর্মক্ষমতার পরিমাপ অনুযায়ী নেওয়া হয় । এই স্কিমের অধীনে তোলা ফান্ডগুলি নিফটি 50 ইক্যুয়াল ওয়েট ইনডেক্সের অংশ এমন কোম্পানিগুলির শেয়ারগুলিতে বিনিয়োগ করা হয় । ব্যাংক, আইটি এবং পেট্রোলিয়াম পণ্য খাতের কোম্পানিগুলি এই ইনডেক্সে বেশি গুরুত্ব পায় । প্রায় 50 শতাংশ ওয়েটেজ শুধু এই তিনটি সেক্টরের জন্য ।
ইউটিআই এস এন্ড পি বিএসই হাউজিং ইনডেক্স ফান্ড একটি সম্পূর্ণ নতুন স্কিম । এর আগে কোনও মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ধরনের স্কিম চালু করেনি । প্রথমবার এটি আনার কৃতিত্ব ইউটিআই মিউচুয়াল ফান্ডের । এস এন্ড পি বিএসই হাউজিং টিআরআই ইনডেক্স এই স্কিমের কর্মক্ষমতার পরিমাপ অনুযায়ী নেওয়া হয় । অর্থাৎ, এই স্কিমের পোর্টফোলিও ওই ইনডেক্সের কোম্পানিগুলির শেয়ার দিয়ে তৈরি করা হবে । গত বছরের তুলনায় ইনডেক্সটি 13 শতাংশ রিটার্ন দিয়েছে ।