হায়দরাদ : দীপাবলী এলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায় । আবর্জনা সাফ করে ঘর সাজানো থেকে শুরু করে নতুন পোশাক কেনা বা বাজি ফাটানো বাদ যায় না কিছুই । জীবনের যাবতীয় অন্ধকার দূর করার বার্তা নিয়ে আসে আলোর উৎসব। একইভাবে আমাদের বিভিন্ন বিনিয়োগ থেকে শুরু করে অতীতে নেওয়া আর্থিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবারও সময় এটা । কোনও জায়গা থেকে যদি প্রত্যাশামতো রিটার্ন না মেলে তাহলে অন্য কোনও খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে এখনই । আলোর উৎসবের রেশ যাতে আমাদের আর্থিক জীবনেও পড়ে সেটা নিশ্চিত করতে হবে আমাদেরই (Bring happiness in your financial live with these simple steps)।
কালিপুজো বা দীপাবলির সময় খাওয়া-দাওয়া থেকে বাজি পোড়ানোর সময় আমাদের অতিরিক্ত যত্নবান হতে হয় । বিশেষ করে বাজি যাতে বাড়ির ছোটদের কোনও ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব । আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিষয়টা প্রায় এক । প্রথম পদক্ষেপ হিসেবে এই দীপাবলিতে নতুন একটা জীবন বীমা করা যেতে পারে ।