ওয়াশিংটন, 31 জানুয়ারি:2023 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.1 শতাংশ হবে বলে অনুমান করছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ (IMF Projects Growth of India at 6.1 Per Cent for Fiscal Year 2023) ৷ যা 2022 সালে 6.8 শতাংশ ছিল ৷ এই তথ্য প্রকাশ করা হয়েছে 2023-24 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক আগে ৷ তবে, আইএমএফ-এর এই প্রজেকশনে এবারে অর্থবর্ষে বিশ্ব অর্থনীতি কিছুটা আশার আলো দেখছে ৷ রাশিয়ার আগ্রাসনের জেরে তৈরি হওয়া মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হারের মতো সমস্যা সত্ত্বেও বিশ্ব অর্থনীতি কিছুটা হলেও উর্ধ্বমুখী হবে বলে আশা আইএমএফ-এর ৷
বিশ্ব ঋণ সংস্থা আইএমএফ মনে করছে মুদ্রাস্ফীতি গতবছরের 8.8 শতাংশ থেকে কমে 6.6 শতাংশে নেমে আসতে পারে 2023 অর্থবর্ষে ৷ সেখানে বলা হয়েছে চিনের অর্থনীতি 2023 সালে বেড়ে 5.2 শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যা 2022 সালে 3 শতাংশ ছিল ৷ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যান্য দেশগুলির ক্ষেত্রেও উন্নতির আশা দেখিয়েছে আইএমএফ-এর প্রোজেকশন ৷
এনিয়ে আইএমএফ-এর গবেষণা বিভাগের প্রধান অর্থনীতিবিদ এবং ডিরেক্টর জানিয়েছেন, অক্টোবরের পরিস্থিতি বিচার করে ভারতের আনুমানিক আর্থিক বৃদ্ধির পরিমাণ অপরিবর্তিত থাকছে ৷ বর্তমান অর্থবর্ষে মার্চ মাস পর্যন্ত ভারতের আর্থিক বৃদ্ধি 6.8 শতাংশ থাকবে ৷ তারপর থেকে সেই বৃদ্ধির হার কমে 6.1 শতাংশ হয়ে যাবে ৷ আর সেটা পুরোটাই বাহ্যিক কারণে হবে বলে জানিয়েছেন আইএমএফ এর গবেষণা বিভাগের ডিরেক্টর ৷
আরও পড়ুন:জাতীয়তাবাদ দিয়ে জালিয়াতি ঢাকা যায় না, আদানিকে পালটা তোপ হিন্ডেনবার্গের
ভারতের আর্থিক বৃদ্ধি 2022 সালে 6.8 শতাংশ ছিল ৷ যা 2023 সালে 6.1 শতাংশে নেমে আসবে ৷ তবে, 2024 সালে তা বেড়ে ফের 6.8 শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, বাহ্যিক অস্থিরতা সত্ত্বেও ভারতের আভ্যন্তরীণ চাহিদা বজায় থাকবে বলে জানিয়েছে আইএমএফ ৷ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (International Monetary Fund) রিপোর্ট অনুযায়ী, উন্নয়নশীল এশিয়ার দেশগুলিতে আর্থিক বৃদ্ধির হার 2023 এবং 2024 সালে যথাক্রমে 5.3 শতাংশ এবং 5.2 শতাংশে হবে বলে আশা করা হচ্ছে ৷ বিশেষ করে, 2022 সালে চিনের অর্থনীতির কারণে এশিয়ার উন্নয়শীল দেশগুলির আর্থিক বৃদ্ধির হার 4.3 শতাংশে নেমে যাওয়ার পরেও ৷