হায়দরাবাদ: আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ দিন 31 জুলাই ৷ হাতে আর সময় নেই বললেই চলে ৷ তড়ঘড়ি রিটার্ন জমা করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন ফর্ম 16 না থাকায় ৷ সাধারণত কোনও সংস্থা সেই সমস্ত কর্মীদের ফর্ম 16 দেয় যাঁদের বেতন আয়কর সীমা অতিক্রম করে এবং সেই মতো টিডিএস জমা পড়ে ৷ তবে চাইলে ফর্ম 16 ছাড়াই জামা করা যাবে আয়কর রিটার্ন। এমনটাই জানাচ্ছেন কর বিশষজ্ঞরা ৷
কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, সংস্থা তাদের কর্মীদের ফর্ম 16 দেয়নি ৷ সেক্ষেত্র তিনি আয়কর রিটার্ন জমা করতে পারছেন না ৷ কয়েকটি বিষয় জানা থাকলে সহজেই রিটার্ন জমা করা যাবে ৷ কী করবেন জেনে নিন ....
1. প্রথমে 2022-2023 আর্থিক বছরের প্রাপ্ত বেতনের পে স্লিপ অথাবা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে ৷ দেখে নিতে হবে পে স্লিপে যেন প্রফিডেন্ট ফান্ড, ভাড়-সহ অন্য ভাতা সম্পর্কিত সমস্ত তথ্যের উল্লেখ থাকে ৷
আরও পড়ুন:2022-23 আয়কর রিটার্ন ফাইল করছেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন
2. চাকরির বেতন ছাড়া আয়ের অন্য কোনও উৎস্য থাকলে সেটাও উল্লেখ করতে হবে ৷ ফিক্সড ডিপোজট, সেভিং অ্যাকাউন্টের সুদ ও ডিভিডেন্ট ফান্ড থেকে যদি কোনও আয় হয় তবে তাও উল্লেখ করতে হবে ৷ এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট উল্লেখ থাকে ৷
3. এবার ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে ফর্ম 16, এআইএস ডাউন লোড করুন ৷ এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ফর্ম ডাউনলোডের সময় কোন কোন তথ্যের উল্লেখ করতে হবে তা পোর্টালেই বলা আছে ৷ সেগুলি উল্লেখ করুন ৷
আরও পড়ুন: প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করছেন, জেনে নিন কী করা উচিত?
4. ব্যাংক স্টেটমেন্টে উল্লিখিত তথ্য ও ফর্ম 16 এ উল্লেখিত তথ্য যেন একই হয় ৷ তথ্যের গড়মিল হলে সমস্যার সৃষ্টি হতে পারে ৷
তবে যাদের বেতন আয়করের আওতায় পড়ে না তাঁদেরও রিটার্ন ফাইল জমা করা বাঞ্ছনীয় ৷ আগামিদিনে সমস্যা এড়াতে ফাইল করে রাখা দরকার ৷ প্রসঙ্গত, এই বছর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে ৷ যদি এখনও সেটি না করে থাকেন তবে দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে ৷ না-হলে রিটার্ন ফাইল জমা পড়বে না।