হায়দরাবাদ, 3 মার্চ: কলেজ ও উচ্চশিক্ষার খরচ প্রতি বছরই বাড়তে থাকে ৷ তাই সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে, অনেক আগে থেকেই পরিকল্পনা করতে হয় (Take Care of Your Childs Future) ৷ দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভাবনাচিন্তা করে বিনিয়োগ সন্তানদের কলেজে ভরতির আগে বাড়তে থাকা পড়াশোনার খরচের সঙ্গে মানিয়ে নিতে বা প্রস্তুত থাকতে সাহায্য করবে (How to Beat Education Inflation) ৷ আর তার জন্য কী করা উচিত, দেখে নেওয়া যাক ৷
সোনায় বিনিয়োগ
যদি সোনা বা রুপোর ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) নেওয়া হয়, তাহলে ভবিষ্যতের চাহিদার যত্ন নেওয়া সম্ভব ৷ গোল্ড মিউচুয়াল ফান্ডও পাওয়া যায় ৷ বিনিয়োগের ক্ষেত্রে এগুলি খুব একটা উপকারী নয় ৷ এ ক্ষেত্রে, ব্যালেন্সড অ্যাডভান্টেজ এবং হাইব্রিড ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে ৷ এই বিনিয়োগে 8 বছর মেয়াদ রয়েছে বলে ভাল রিটার্নের সম্ভাবনাও থাকে ৷ উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, কেউ যদি প্রতি মাসে 10,000 টাকা হারে 8 বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে 10 শতাংশ রিটার্ন-সহ 13,72,300 টাকা পাওয়া সম্ভব ৷
অধিক পরিমাণে রিটার্নস
পড়াশুনোর খরত সামলাতে উপযুক্ত পরিমাণে নিজেদের নামে একটি জীবন বীমা পলিসি করিয়ে নেওয়া ভালো ৷ বর্তমানে পড়াশোনার খরচ অনেক বেশি ৷ ভবিষ্যতে এর খরচ আরও বাড়বে ৷ যেখানেই বিনিয়োগ করা হোক না কেন, বিনিয়োগকারীকে নিশ্চিত করতে হবে, বিনিয়োগের রিটার্ন যেন পড়াশোনার খরচের থেকে বেশি হয় ৷