পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Monsoon Impact On Economy: বর্ষাকাল কীভাবে আরবিআই-এর মুদ্রানীতিকে প্রভাবিত করবে, জেনে নিন - বর্ষা

বর্ষা এবং আরবিআই-এর মুদ্রানীতির খুব গভীর সম্পর্ক রয়েছে । একটি শুষ্ক বছর সবসময়ই দেশের মুদ্রানীতি তৈরিতে প্রভাব ফেলে । গত বছরের বর্ষার পরিসংখ্যান কী বলে এবং বর্ষা কীভাবে আরবিআই-এর মুদ্রানীতিকে প্রভাবিত করে? জানতে সম্পূর্ণ খবর পড়ুন ৷

RBI Monetary Policy
মুদ্রানীতি

By

Published : May 28, 2023, 10:46 PM IST

নয়াদিল্লি, 28 মে: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট এবং রিভার্স রেপো রেট নামে পরিচিত নীতির হারগুলি নির্ধারণের জন্য আগামী মাসের শুরুতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে । যা সাধারণত ব্যাংকিং খাতে প্রচলিত সুদের হার নির্ধারণ করে । ভবিষ্যতে সুদের হার কেমন হবে, তা অনেকটাই নির্ভর করছে বর্ষাকালের ওপর । আসুন জেনে নিই কেন ?

যদি বৃষ্টি না হয় বা শুষ্ক বছর থাকে তাহলে সবসময়ই দেশের মুদ্রানীতি তৈরিতে প্রভাব ফেলে । কারণ আবহাওয়ার বিরূপ প্রভাবে খাদ্যশস্য, ফলমূল ও শাকসবজি, ভোজ্যতেল, মসলা ও অন্যান্য নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রীর দাম বেড়ে যায় । যার কারণে আরবিআইকে কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হচ্ছে । ক্রমবর্ধমান খুচরো মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়াচ্ছে আরবিআই । যেমনটি আরবিআই 2022 সালের মে থেকে করছে ।

একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পর্যন্ত মুদ্রাস্ফীতি ধরে রাখতে আরবিআইয়ের চ্যালেঞ্জ

আরবিআই আইনের ধারা 45জেডএ-এর অধীনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পর্যন্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে । যা 4-6 শতাংশ, মুদ্রাস্ফীতি এর মধ্যে যদি থাকে তবে ঠিক আছে ৷ অন্যথায় আরবিআইকে কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে হবে ৷ বর্তমানে মূল্যস্ফীতি 4.7 শতাংশ । এটা বেশি হতে পারে আবার কমও হতে পারে । তবে নীতি নির্ধারকরা সতর্কিত রয়েছে । রেপো রেট বাড়ানো বা কমানো, বিশেষ করে এল নিনোর প্রভাব আগামী চার মাসে ভারতের দক্ষিণ-পশ্চিমে বৃষ্টির ফলে কীভাবে প্রভাব ফেলবে, সে বিষয়ে আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস ইঙ্গিত দিয়েছেন ৷

আরও পড়ুন:9 মাসে আরবিআই-এর বিদেশি মুদ্রার ভান্ডারের পরিমাণ সর্বোচ্চ

এই বছরের শুরু থেকে আবহাওয়ার হাল বেহাল

এল নিনোই একমাত্র কারণ নয়, যা একটি বৃষ্টির ঘাটতির কারণে হতে পারে । চলতি বছরের শুরু থেকেই ভারত আবহাওয়ার অবস্থা খারাপ । উদাহরণস্বরূপ, 1901 সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ভারত 2023 সালে উষ্ণতম ফেব্রুয়ারি মাস দেখেছে । এর প্রভাব ভারতের পঞ্জাব রাজ্যের খাদ্য শস্য ও গম ফসলের উপর দেখা গিয়েছে । দ্বিতীয় কারণ- চলতি বছরের মার্চ মাসে দেশের বড় অংশে শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details