পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Credit Score: ক্রেডিট স্কোর চাঙ্গা থাকলে সহজেই মিলবে গৃহঋণ - গৃহঋণ

সহজে গৃহঋণ (Home Loan) পেতে ক্রেডিট স্কোর (Credit Score) চাঙ্গা রাখা জরুরি ৷ কীভাবে তা সম্ভব ?

Higher Credit Score will help you to get Home Loan easily
Credit Score: ক্রেডিট স্কোর চাঙ্গা থাকলে সহজেই মিলবে গৃহঋণ

By

Published : Nov 18, 2022, 7:50 PM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর:আজকালকার দিনে বহু মানুষ গৃহঋণ (Home Loan) পাওয়ার জন্য আবেদন করেন ৷ কিন্তু, সমস্ত বাধা, বিপত্তি পেরিয়ে তাঁদের মধ্য়ে অল্প সংখ্যকই সেই ঋণ পান ৷ এর নেপথ্যে রয়েছে, আবেদনকারীর ক্রেটিড স্কোর (Credit Score) ৷ আসলে কে, কোন খাতে, কতা টাকা ঋণ পাবেন, বা আদৌ পাবেন কি না, তা নির্ভর করে সেই ব্যক্তির ক্রেডিট স্কোরের উপর ৷ যাঁর ক্রেডিট স্কোর যত বেশি, তিনি তত সহজে এবং তত বেশি পরিমাণে ঋণ পেতে পারেন ৷ তাই আপনার ক্রেডিট স্কোর যদি খুব ভালো হয়, তাহলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অর্ধেক যুদ্ধ আপনি সেখানেই জয় করে ফেলবেন ৷

সংশ্লিষ্ট স্কোর কার্ডে 300 থেকে 900 পয়েন্টের মধ্যে থাকা সূচক আপনার ঋণ শোধের ক্ষমতা প্রমাণ করে ৷ ঋণের আবেদন মঞ্জুর করার আগে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলি প্রথমেই আবেদনকারীর ক্রেডিট স্কোর খতিয়ে দেখে ৷ তা যদি সন্তোষজনক হয়, তবেই সেই ব্যক্তির আবেদন বিবেচনাধীন বলে মনে করা হয় ৷ তাহলে এই ক্রেডিট স্কোর বাড়ানোর উপায় কী কী ? আসুন সেই সম্পর্কেই আলোচনা করা যাক ৷

আরও পড়ুন:জটিল রোগের মোকাবিলায় হাতিয়ার 'গুরুতর অসুস্থতা বিমা'

আপনি যদি আগে কোনও ঋণ নিয়ে থাকেন, তাহলে প্রশ্ন হল, আপনি সেই ঋণের মাসিক কিস্তি সঠিক সময়ে জমা করেছেন কিনা ৷ যদি তা করে থাকেন, তাহলে আপনার ক্রেডিট স্কোর অবশ্যই ঊর্ধ্বমুখী হবে ৷ কিন্তু, আপনি যদি সময় মতো কিস্তির টাকা জমা না করেন, এবং আপনাকে যদি এর জন্য জরিমানা বা পেনাল্টি দিতে হয়, তাহলে তা ক্রেডিট স্কোরকে খুব বাজেভাবে প্রভাবিত করে ৷ এর জেরে পরবর্তীতে ঋণ পেতে গিয়ে আপনি সমস্য়ায় পড়তে পারেন ৷

অন্যদিকে, আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে সবসময় চেষ্টা করবেন, আপনার খরচের ঊর্ধ্বসীমা যেন কখনই ক্রেডিট লিমিটের 30 শতাংশ অতিক্রম না করে ৷ কারণ, আপনি যদি বেহিসাবিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে তা আপনার ঋণের আবেদন মঞ্জুর হওয়ার পথে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়াবে ৷ পাশাপাশি, আপনাকে আপনার ক্রেডিট কার্ডের বিলও নির্দিষ্ট সময়সীমার মধ্য়েই মিটিয়ে ফেলতে হবে ৷ এই বিল ফেলে রাখা চলবে না ৷ আপনার এই অভ্যাসই প্রমাণ করবে, আর্থিক খরচের বিষয়ে আপনি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ৷ আর এতেও আপনার ক্রেডিট স্কোর বাড়বে ৷ এছাড়া, শূন্য জমানত ঋণও ক্রেডিট স্কোরের উপর নেতিবাচক প্রভাব ফেলে ৷ তাই এই বিষয়েও সজাগ থাকা জরুরি ৷

সবথেকে বড় কথা, আপনি যদি গৃহঋণ নেওয়ার কথা ভেবেই থাকেন, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময় পর পর নিজের ক্রেডিট স্কোরের দিকে নজর রাখতে ভুলবেন না ৷

ABOUT THE AUTHOR

...view details