হায়দ্রাবাদ, 7 অক্টোবর:একটা সময় পর্যন্ত বিনিয়োগ বলতে সকলেরই প্রথম পছন্দ ছিল ফিস্কড ডিপোজিট (Fixed Deposit ) । কিন্তু এখন বিনিয়োগের নতুন নতুন পথ খুলে গিয়েছে আমাদের সামনে । বিনিয়োগের ধারণাই কার্যত বদলে দিয়েছে কয়েকটি সংস্থা (Non Banking Financial Companies) । সঞ্চিত অর্থ যেন নষ্ট না হয় তার জন্য ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানে টাকা রাখা নিরাপদ বলেই মনে করেন অনেকে । তবে সেক্ষেত্রে রিটার্ন পাওয়া অর্থের পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভবনা থাকে না । আর ঠিক এখানেই অতিরিক্ত রিটার্ন পাওয়ার আশায় বিভিন্ন সংস্থার দিকে ঝুঁকছেন বহু বিনিয়োগকারী (Investors may loose there money) ।
আরবিআই (Reserve Bank of India) অনুমোদিত বিভিন্ন সংস্থা এফডির বিকল্প হিসেবে বেশ কয়েকটি বিনিয়োগ প্ল্যান নিয়ে হাজির হয়েছে । ব্যাঙ্ক না হয়েও এই সমস্ত সংস্থা বিভিন্ন সময় 14 থেকে 15 শতাংশ পর্যন্ত রিটার্নের প্রতিশ্রুতি দেয় । আমরা সকলেই জানি এই পরিমাণ অর্থ ফিরিয়ে দেওয়া কার্যত অসম্ভব । অতএব এখানে টাকা রাখলে তা নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা থেকে যায় ।