নয়াদিল্লি, 12 অক্টোবর: গত দু বছরে গৃহস্থালীর রান্নার গ্যাস এলপিজি দামের কমে বিক্রি করায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Government To Give Rs 22000 Crore)৷ তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানির খুচরা বিক্রেতাকে এককালীন 22,000 কোটি টাকা অনুদান (Grant for State Run Oil Firms) দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন - এই তিন রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিকে এককালীন অর্থ দেওয়া হবে ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting) এই প্রস্তাবে সম্মতি মিলেছে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর ৷ 2020 সালের জুন মাস থেকে 2022 সালের জুন মাস পর্যন্ত গ্রাহকদের এলপিজি দামের থেকে কমে বিক্রি করায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্যই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকার নির্ধারিত দামে গ্রাহকদের গৃহস্থালীর রান্নার গ্যাস এলপিজি বিক্রি করেছে এই তিন সংস্থা ৷ 2020 সালের জুন মাস থেকে 2022 সালের জুন মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম প্রায় 300 শতাংশ বৃদ্ধি পেয়েছিল ৷