নয়াদিল্লি, 8 ডিসেম্বর: দেশের অভ্যন্তরীণ জোগান বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজের রফতানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার । ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড একটি বিজ্ঞপ্তিতে বলেছে, "পেঁয়াজের রফতানি নীতি...মুক্ত থেকে 2024 31 মার্চ পর্যন্ত নিষিদ্ধ করে সংশোধন করা হয়েছে ৷"
পেঁয়াজ একটি রাজনৈতিক-সংবেদনশীল পণ্য । সামনের বছরেই লোকসভা নির্বাচন ৷ এই অবস্থায় বর্তমানে দিল্লির বিক্রেতারা প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে বিক্রি করছেন 70-80 টাকায় । কলকাতায় পেঁয়াজের দাম 60 টাকার আশেপাশে রয়েছে ৷ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বড় এ বার পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ এর আগে, অক্টোবরে উপভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য খুচরা বাজারে প্রতি কেজি 25 টাকা ভর্তুকিযুক্ত হারে বাফার পেঁয়াজ স্টক বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার এর আগে বেশ কিছু পদক্ষেপ করেছে । চলতি বছরের 28 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে প্রতি টন 800 মার্কিন ডলারের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) আরোপ করা হয়েছিল । অগস্টে 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উপর 40 শতাংশ রফতানি শুল্ক আরোপ করে দেশে । ডিজিএফটি আরও বলেছে যে, তাদের অনুরোধের ভিত্তিতে অন্যান্য দেশে সরকার অনুমতি দিলে তার ভিত্তিতে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হবে । পেঁয়াজের চালান, যার লোডিং এই বিজ্ঞপ্তির আগে শুরু হয়েছিল, তা রফতানি করার অনুমতি দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ৷