পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Google for India: হাতের নাগালে পিক্সেল সিরিজের ফোন, ভারতে ডিভাইসগুলি তৈরির ভাবনা গুগলের - Google

Pixel Series of Smartphones in India: বড় ঘোষণা গুগলের ৷ ভারতে পিক্সেল সিরিজের স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা করছে এই সংস্থা ৷ আগামী বছরই ভারতের বাজারে মিলতে পারে দেশে তৈরি গুগলের স্মার্টফোন ৷

Pixel series of smartphones
পিক্সেল সিরিজের ফোন

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:42 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর:গুগল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ৷ আরও হাতের নাগালে গুগল পিক্সেল ফোন ৷ এবার ভারতেই পিক্সেল সিরিজের স্মার্টফোন তৈরি করতে চলেছে গুগল ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে এই সংস্থার তরফে ৷ আজ ছিল 'গুগল ফর ইন্ডিয়া'র অনুষ্ঠানের নবম সংস্করণ ৷ এই অনুষ্ঠানেই টেক জায়ান্ট কোম্পানি একাধিক পণ্য এবং পরিষেবার ঘোষণা করেছে, যা দেশের বৃদ্ধিতে অবদান রাখবে ৷ সেখানেই গুগল ঘোষণা করে যে ভারতে তারা স্মার্টফোন বানাতে ইচ্ছুক ৷ আর এর শুরুটা হবে পিক্সেল 8 ফোন দিয়ে ৷ 'মেক ইন ইন্ডিয়া' আওতায় ভারতে তৈরি প্রথম পিক্সেল ডিভাইসগুলি, যা 2024 সালে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে ৷

প্রিমিয়াম স্মার্টফোনের জন্য ভারত তৃতীয় বৃহত্তম বাজার

গুগল ঘোষণা করেছে যে ভারত প্রিমিয়াম স্মার্টফোনের জন্য তৃতীয় বৃহত্তম বাজার । ভারতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রচুর ৷ এদেশে বিশাল বাজার রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের এবং ভারত থেকে শিখে গুগল সকলের জন্য অ্যান্ড্রয়েডকে আরও উন্নত করার চেষ্টা করেছে । ভারতে পিক্সেল 8 এবং পিক্সেল ওয়াচ 2-এর জন্য খুব ভালো সাড়া মিলেছে ৷ ভারত 2022 সালে 50 শতাংশের বিক্রি বেশি বৃদ্ধি-সহ প্রিমিয়াম স্মার্টফোনের বাজারের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। 'গুগল ফর ইন্ডিয়া' অনুষ্ঠানে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 'ডিজিটাল প্রগতি'র উদ্বোধন করেন এবং আগামীর সাফল্যের পথ প্রশস্ত করেন ৷

আরও পড়ুন:ভারতেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল

এদিন গুগল ইন্ডিয়া এক্স পোস্টের মাধ্যমে দেশে পিক্সেল ফোন তৈরির কথা ঘোষণা করেছে ৷ তারা লিখেছে, "এইমাত্র রোস্টারলোহ 'গুগল ফর ইন্ডিয়া'য় ঘোষণা করেছেন যে ভারতে আমরা স্মার্টফোন তৈরিতে ইচ্ছুক ৷ গুগলের পিক্সেল 8 দিয়ে স্মার্টফোন তৈরি শুরু কথা ভাবা হচ্ছে এবং আশা করা হচ্ছে এই ডিভাইসগুলি 2024 সালে ভারতে চালু হবে ৷ 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির আওতায় এটি করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details