নয়াদিল্লি, 17 জানুয়ারি: আর সঙ্গে নগদ টাকা নিয়ে বাইরের দেশে যেতে হবে না ৷ এবার ভারতের বাইরেও বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে ইউপিআই ৷ বুধবার এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস ৷ এই চুক্তির ফলে ভারতের বাইরের দেশগুলিতেও গুগল পে দিয়ে পেমেন্ট করা যাবে ৷
গুগল পে একটি বিবৃতিতে বলেছে, "এই চুক্তির তিনটি মূল উদ্দেশ্য রয়েছে ৷ প্রথমত, এর ফলে ভারতের বাইরে গিয়েও ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টি প্রসারিত করতে চায়, যাতে সকলে সুবিধাজনকভাবে বিদেশে গিয়ে টাকা লেনদেন করতে পারে । দ্বিতীয়ত, এই চুক্তি অন্য দেশে ইউপিআইয়ে মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম স্থাপনে সহায়তা করতে চায় । দেশগুলি নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের জন্য একটি মডেল প্রদান করবে । শেষ হল এটি ইউপিআই পরিকাঠামো ব্যবহার করে দেশগুলির মধ্যে রেমিট্যান্সের প্রক্রিয়া সহজ করার উপর দৃষ্টি দেবে ৷ যার ফলে আন্তঃসীমান্ত আর্থিক বিনিময় সহজতর হবে ৷"
এনআইপিএল সিইও রিতেশ শুক্লা বলেছেন, "এই কৌশলগত অংশীদারিত্ব শুধুমাত্র ভারতীয় ভ্রমণকারীদের জন্য বিদেশী লেনদেনকে সহজ করবে না ৷ বরং একটি সফল ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম পরিচালনা করার বিষয়ে আমাদের জ্ঞান এবং দক্ষতাকে অন্য দেশে প্রসারিত করার সুযোগ দেবে ৷" এই চুক্তি বিশ্বব্যাপী ইউপিআই পরিষেবাকে শক্তিশালী করবে ৷ আর শুধুমাত্র বিদেশী মুদ্রা এবং ক্রেডিট বা ফরেক্স কার্ডের উপর নির্ভর করতে হবে না ভারতীয়দের ৷ বিদেশী ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট নিতে পারবে ভারতীয় গ্রাহকদের কাছ থেকে ৷ গুগল পে-সহ ভারতীয় ইউপিআই অ্যাপ ব্যবহার করার বিকল্প থাকবে । এর ফলে প্রচলিত অর্থ স্থানান্তর চ্যানেলের উপর নির্ভরতা কমবে এবং রেমিট্যান্স সহজীকরণে সহায়তা হবে ।