পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Health Insurance: আধুনিক জীবনযাত্রায় দুই বা তার বেশি স্বাস্থ্য বীমা জরুরি

চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য বীমা (Health Insurance) খুব জরুরি ৷ বিশেষ করে আধুনিক জীবনযাত্রায় (lifestyle diseases) যেখানে প্রায় কোনও না কোনও দীর্ঘকালীন রোগ মানুষের শরীরে বাসা বাঁধছে ৷

Fully Insure Your family With Two or More Health Insurance to Avoid Future Financial Stress
Fully Insure Your family With Two or More Health Insurance to Avoid Future Financial Stress

By

Published : Oct 18, 2022, 7:52 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর: পরিবারে হঠাৎ অসুস্থতার কারণে কোনও অপ্রত্যাশিত ব্যয় মেটাতে পুরোপুরি প্রস্তুত না-থাকলে, যে কোনও ব্যক্তি আর্থিক চাপ অনুভব করতে পারেন ৷ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার জন্য, সকলের উচিত আগাম অর্থ খরচ করে স্বাস্থ্য বীমা কেনা ৷ যাতে প্রয়োজনের সময় চিকিৎসা করাতে সেই বীমা সাহায্য করে ৷ আর তাই সেরা অপশন হল, ভালো একটা স্বাস্থ্য বীমা কেনা ৷ তবে, সেই স্বাস্থ্য বীমা কেনার সময় সতর্ক থাকতে হবে ৷ যাতে প্রয়োজনের সময় জরুরি অবস্থায় তা সঠিক সময়ে কাজে আসে (Fully Insure Your family) ৷

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগের ঝুঁকি বেড়ে যায় ৷ বিশেষ করে, রোজকার বেনিয়ম জীবনযাপনের কারণে যুবসমাজের সকলের মধ্যেই বাড়ছে রোগের প্রকোপ ৷ বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা একবার 30 বছর পেরিয়ে গেলে, ডায়াবেটিস এবং রক্তচাপের মতো বিভিন্ন দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা দিচ্ছে ৷ এমনকি অল্প বয়সে হৃদরোগ এবং কিডনির সমস্যাও খুব স্বাভাবিক হয়ে গিয়েছে বর্তমান জীবনযাপনের কারণে ৷ আর এই বিষয়গুলিকে মাথায় রেখে আমাদের সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য বীমা কেনার ক্ষেত্রে ৷

আরও পড়ুন:দীর্ঘমেয়াদে ভালো লাভের জন্য ইউএলআইপি-তে বিনিয়োগ কার্যকরী

ক্রমবর্ধমান চিকিৎসার ব্যয়ের পরিপ্রেক্ষিতে, বর্তমানে মূল বিষয়টি হল, কত অংকের স্বাস্থ্য বীমা নির্বাচন করতে হবে ৷ অনেকে নিজেদের অফিস থেকে গ্রুপ বীমা পলিসি পায় ৷ তবে, এর বাইরেও সবাইকে নিজেদের স্বাস্থ্য বীমা করাতে হবে ৷ সেই দিক থেকে বিচার করলে দেখা যাবে, কোম্পানিগুলি ফ্যামিলি ফ্লোটার পলিসিও দিয়ে থাকে ৷ আর এ ক্ষেত্রে, সবাইকে পরিবারের স্বাস্থ্য সম্পর্কে একটি সামগ্রিক ধারণা রাখতে হবে ৷ সেই মতো কোনও রোগ থাকলে সেগুলিকে তালিকাভুক্ত করতে হবে ৷ সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচ বাড়বে (Rising medical costs) ৷ তাই মোট কত অংকের স্বাস্থ্য বীমা একজন কিনবেন তা, এই মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে ঠিক করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details