নয়াদিল্লি, 15 অক্টোবর:মার্কিন বন্ডের স্থায়িত্ব বৃদ্ধি এবং ইজরায়েল-হামাস সংঘর্ষের পর অনিশ্চিত পরিবেশের কারণে বিদেশী বিনিয়োগকারীরা এই মাসে ভারতীয় ইক্যুইটি থেকে প্রায় 9 হাজার 800 কোটি টাকা তুলে নিয়েছে ৷ বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) সেপ্টেম্বরে মূল বিক্রেতা হয়েছিল ৷ তারা 14 হাজার 767 কোটি টাকা তুলে নিয়েছে ৷ তারপরেই এই নয়া হিসাব সামনে এসেছে ৷
বহিঃপ্রবাহের আগে এফপিআইগুলি গত 6 মাসে মার্চ থেকে অগস্ট পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ভারতীয় ইক্যুইটি কিনেছিল এবং এই সময়ের মধ্যে 1 লক্ষ 74 হাজার কোটি টাকা এনেছিল । ফেব্রুয়ারি মাসে মার্কিন মুদ্রাস্ফীতি 6 শতাংশ থেকে জুলাই মাসে 3.2 শতাংশে নেমে আসে ৷ যার কারণে এই প্রবাহটি মূলত হয়েছিল ৷ মে থেকে অগস্ট পর্যন্ত ইউএস ফেডারেল রেট বৃদ্ধিতে সাময়িক বিরতিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ এমনটাই ফিডেলফলিও ইনভেস্টমেন্টের স্মলকেস ম্যানেজার এবং প্রতিষ্ঠাতা কিসলে উপাধ্যায় বলেছেন ।
ভারতে এফপিআই-এর বিনিয়োগের গতিপথ শুধুমাত্র বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং সুদের হারের গতিশীলতা দ্বারা প্রভাবিত হবে না ৷ বরং ইজরায়েল-হামাস সংঘর্ষের বিকাশ এবং তীব্রতা দ্বারাও প্রভাবিত হবে ৷ এমনটাই মর্নিংস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ইন্ডিয়ার সহযোগী পরিচালক ও রিসার্চ ম্যানেজার হিমাংশু শ্রীবাস্তব বলেছেন ৷