নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2025-26 সালের মধ্যে রাজস্ব ঘাটতি 4.5 শতাংশের নীচে নামিয়ে আনা হবে ৷ বুধবার বাজেট (Union Budget 2023) পেশের সময় এ কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM on Fiscal Deficit)৷ তিনি আরও বলেন যে, পরবর্তী অর্থবছরের জন্য কর প্রাপ্তির বাজেট করা হয়েছে 23.3 লক্ষ কোটি টাকা এবং রাজ্যগুলিকে রাজস্ব ঘাটতি হিসাবে জিডিপির 3.5 শতাংশ রাখার অনুমতি দেওয়া হবে ।
সীতারমন বুধবার লোকসভায় 2023-24-এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় বলেন, 2023-24 সালে রাজস্ব ঘাটতি মেটানোর জন্য, তারিখযুক্ত সিকিউরিটির থেকে বাজারের ঋণ 11.8 লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে ৷ তিনি 2022-23 অর্থবছরে সংশোধিত অনুমানে 6.4 শতাংশের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা বজায় রেখেছেন এবং পরবর্তী অর্থবছরের জন্য এটি 5.9 শতাংশে কমিয়ে এনেছেন । চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি জিডিপির 6.4 শতাংশ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।
2022-23-এ রাজস্ব ঘাটতি বা ব্যয় এবং রাজস্বের মধ্যে ব্যবধান অনুমান করা হয়েছে 16,61,196 কোটি টাকা । দেশের রাজস্ব ঘাটতি 2021-22 এর জন্য 6.9 শতাংশে অনুমান করা হয়েছিল, যা আগে অনুমান করা হয়েছিল 6.8 শতাংশ । 2021-22-এর সংশোধিত এস্টিমেট 15,06,812 কোটি টাকা যেখানে বাজেট এস্টিমেট 15,91,089 কোটি টাকা ৷