মুম্বই, 4 জুলাই: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী টিনা আম্বানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন ৷ এ দিন সকালে দক্ষিণ মুম্বইয়ে ইডির অফিসে তিনি হাজির হন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা ৷
প্রসঙ্গত, সোমবার একই অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ৷ সেখানে তাঁর বয়ানও রেকর্ড করে ইডি ৷ তদন্তকারীদের সূত্রে খবর মিলেছে, সম্প্রতি তাঁর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় ৷ সেই নিয়ে তদন্ত শুরু করে ইডি ৷ সেই তদন্তের সূত্রেই তাঁকে সোমবার তলব করা হয়েছিল ৷
ইডির তলব পেয়ে ওই দিন সকাল 10টা নাগাদ সেখানে যান অনিল ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর সংস্থার বেশ কয়েকজন আধিকারিকও ৷ কিছুক্ষণ অপেক্ষার পর তাঁকে একাই ভিতরে যেতে হয় ৷ তাঁর সঙ্গে যে আধিকারিকরা গিয়েছিলেন, তাঁদের বাইরে রেখেই ভিতরে যান তিনি ৷