পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Digital Loan: ডিজিটাল লোন নেওয়ার আগে কোন কোন কথা মনে রাখতেই হবে ? - ডিজিটাল লোন নেওয়ার আগে বিবেচনা করুন এই বিষয়গুলি

এখন চটজলদি আপনি পেয়ে যেতে পারেন ডিজিটাল লোন (Digital Loan) ৷ অতীতের মতো কোনও ঝামেলার সম্মুখীন হতে হয় না ৷ কিন্তু তাড়াহুড়ো করে ডিজিটাল লোন নিলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে ৷ তাই ডিজিটাল লোন নেওয়ার আগে আপনাকে কোন বিষয়গুলি বিবেচনা করতে হবে, তা জেনে নিন ৷

digital loan invites problems
ডিজিটাল লোন

By

Published : Jan 7, 2023, 1:55 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: অতীতে হয়ত ব্যক্তিগত ঋণ নিতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে পরিবর্তন এসেছে পরিষেবাগুলিতেও । এখন অনেক সহজেই ডিজিটাল ঋণ পাওয়া যায় (Digital loans sanctioned instantly) । আর যেহেতু কম সময়ে পাওয়া যায় তাই আপনি পরবর্তী সময়ের সুবিধা এবং অসুবিধা বিবেচনা না করেই ডিজিটাল ঋণ নেওয়ার কথা ভাবেন । তবে এটি ব্যয়বহুল প্রমাণিত হতে পারে । ডিজিটাল ঋণ নেওয়ায় আগে আপনাকে কোন দিকগুলি বিবেচনা করতে হবে, তা জেনে নিন ।

না-চাইতেই ডিজিটাল ঋণ আপনাকে অফার করা হয় । ব্যাংকে গিয়ে কথা বলে ঋণ নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার ৷ কিন্তু এক্ষেত্রে আবেদন করা এমনকী ডকুমেন্টেশনেরও প্রয়োজন নেই । তাছাড়া, আপনার লোন মঞ্জুর হয়েছে কি না, তা জানতে বেশিদিন অপেক্ষা করার দরকার নেই (Hassle free online loans) । কত লোন পাবেন তা আগেই জেনে নিন । নতুন প্রজন্মের 'ফিনটেক' কোম্পানিগুলো (Fintech companies) ঋণ দেওয়ার ক্ষেত্রে জোরকদমে প্রতিযোগিতা করছে ।

ডিজিটাল ঋণ-এর (Digital lending) মধ্যে অনলাইন ওয়েবসাইট বা অ্যাপের (Loan apps) মাধ্যমে ব্যক্তিগত ঋণ নেওয়া যায় । ফিনটেক স্টার্ট-আপগুলি মূলত এইগুলি অফার করে । তহবিল বা ফান্ড কয়েক মিনিটের মধ্যে ঋণগ্রহীতাদের অ্যাকাউন্টে জমা হয় । আর্থিক বিশেষজ্ঞরা জানান, তাড়াহুড়ো করে এ ধরনের ঋণ নিলে পরবর্তীতে কিছু সমস্যায় পড়তে হবে । এখন সামনে আসছে এরকম অনেক ঘটনা ৷ যেখানে লোন অ্যাপস থেকে হয়রানির সম্মুখীন হচ্ছেন ঋণগ্রহীতারা (Hazards of taking personal loans online) ।

আরও পড়ুন:ক্রেডিট রিপোর্ট ঠিক রাখতে মাথায় রাখুন এই বিষয়গুলি

ব্যক্তিগত ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করা জরুরি । প্রথমে আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার কতটা টাকা প্রয়োজন । তারপর সিদ্ধান্ত নিন ঋণের পরিমাণ কতটুকু নেওয়া হবে । ঋণ নেওয়ার সময়, তার সঙ্গে জড়িত খরচ সম্পর্কে সচেতন হতে হবে । প্রসেসিং ফি দেখুন, প্রিপেমেন্ট, লেট পেমেন্ট ফি, এই খরচ বাড়লে আপনার ঋণের পরিমাণ কমে যাবে ।

ব্যক্তিগত লোন নেওয়ার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কিস্তি আপনার মোট আয়ের 40 শতাংশের বেশি হওয়া উচিত নয় । টাকা জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পায়, এটি আপনার আর্থিক লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে বাধা দেয় । ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার আগে আপনার একটি ভালো ক্রেডিট স্কোর রয়েছে কি না, তা নিশ্চিত করুন । ক্রেডিট স্কোর বর্তমান ও আগের ঋণ শোধের রেকর্ডের উপর ভিত্তি করে পাওয়া হয় ।একটি ভালো ক্রেডিট স্কোর 750 এর উপরে হওয়া উচিত । এর চেয়ে কম ক্রেডিট স্কোর হলে লোন পাওয়া কঠিন হবে । কিছু ক্ষেত্রে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান উচ্চ সুদের হার নেয় । সময়মতো কিস্তি পরিশোধ করা এবং বেশি ক্রেডিট কার্ড ব্যবহার না করলে স্কোর বাড়তে পারে ।

আরও পড়ুন:কয়েকটি সহজ পদক্ষেপ করলেই কর বাঁচানো সম্ভব

ঋণদাতা নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন । সম্প্রতি কিছু কোম্পানির নাম নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে । যখন আমরা আমাদের ব্যক্তিগত তথ্য প্রদান করি, তখন এই ধরনের সংস্থাগুলি তা অপব্যবহার করতে পারে । যদি আমাদের ব্যক্তিগত তথ্য ভুল হাতে পড়ে, তাহলে তারা আমাদের শংসাপত্রের সঙ্গে জালিয়াতি করতে পারে । তাই আগে থেকেই সব সতর্কতা অবলম্বন করুন । নিরাপদে থাকতে সর্বদা আরবিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ঋণ নিন ।

ABOUT THE AUTHOR

...view details