হায়দরাবাদ, 26 জুন: বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে ৷ সাধারণ পেট্রল ও ডিজেল চালিত যানবাহনের তুলনায়, বৈদ্যুৎতিন গাড়ির বিমার নিয়ম পুরোপুরি আলাদা ৷ এই ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির বিমা বা ইনস্যুরেন্স করার সময় কিছু দিক বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন ৷ গাড়ির জন্য একটি ঠিকঠাক মোটর ইনস্যুরেন্স পলিসি নেওয়া ৷ থার্ড-পার্টি ইনস্যুরেন্স ছাড়া গাড়ি রাস্তায় নেওয়া উচিত নয় ৷ বর্ষাকালে ব্যাটারি চালিত যানবাহনের যত্ন নেওয়া এবং কিছু অতিরিক্ত পলিসি গ্রহণ করা উচিত ৷ সেক্ষেত্রে কোনও দুর্ঘটনা বা ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটলে গাড়ির ক্ষতিপূরণ ইনস্যুরেন্স থেকে পাওয়া যাবে ৷
সহযোগী বিমা পলিসি হিসেবে জিরো ডিপ্রিসিয়েশন (জিরো ডেপ), গাড়ি চালানো না গেলে রিটার্ন টু ইনভয়েস সিস্টেম, এবং গাড়ির অন্যান্য খুচরা যন্ত্রাংশের সুরক্ষা অবশ্যই করানো উচিত ৷ তবেই বৈদ্যুৎ চালিত গাড়ির মালিকরা পুরোপুরি নিশ্চিত হতে পারবেন ৷ আর জিরো ডেপের মানে হল, বিমা সংস্থা গাড়ির মেরামতির সময় তার ব্যবহার জনিত কারণে হওয়া ক্ষতির পরিমাণকে বাদ না দিয়ে সম্পূর্ণ খরচ বহণ করবে ৷