নয়াদিল্লি, 31 জানুয়ারি: প্রাক-কোভিড স্তরের থেকে ভারতের শ্রমের বাজার পুনরুদ্ধার করা গিয়েছে ৷ বেকারত্বের হার (Unemployment rates falling) 2020-21 থেকে তিনটি আর্থিক বছরে ক্রমে হ্রাস পেয়েছে । মঙ্গলবার বাজেট অধিবেশনে (Budget 2023) পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষার (Economic Survey) নথিতে এমনই দাবি করা হয়েছে ৷
কমেছে বেকারত্বের হার: অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, "শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই শ্রমের বাজারগুলি প্রাক-কোভিড স্তরের থেকে পুনরুদ্ধার করা গিয়েছে ৷ বেকারত্বের হার 2018-19 সালে 5.8 শতাংশ থেকে 2020-21 সালে 4.2 শতাংশে নেমে এসেছে ৷" সমীক্ষার নথিতে বলা হয়েছে যে, অতিমারি শ্রমের বাজার এবং কর্মসংস্থানের অনুপাত উভয়কেই প্রভাবিত করেছে ৷ গত কয়েক বছরে নিরন্তর প্রচেষ্টা এবং অতিমারির পরে দ্রুত প্রতিক্রিয়া এবং দ্রুত টিকাকরণ সাহায্য করেছে ।
অর্থনৈতিক সমীক্ষা পেশের পর বিবৃতি কেন্দ্রের: কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সমীক্ষা পেশের পরে একটি বিবৃতিতে বলেছে "সময়ের সঙ্গে সঙ্গে 100 জনেরও বেশি শ্রমিক নিয়োগকারী বড় কারখানাগুলির একটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তাদের সংখ্যা ছোট কারখানার সংখ্যার তুলনায় আর্থিক বছর 17 থেকে আর্থিক বছর 20 পর্যন্ত 12.7 শতাংশ বেড়েছে ৷"