নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর:ভারতে প্রকৃতিভিত্তিক প্রকল্পগুলিতে 3 মিলিয়ন মার্কিন ডলার প্রাথমিকভাবে বিনিয়োগ করতে চলেছে অ্যামাজন ৷ সোমবার এমনটাই ঘোষণা করেছে এই ই-কমার্স সংস্থা ৷ এই কোম্পানির তরফে বরাদ্দ করা 15 মিলিয়ন তহবিলের অংশ ৷ যা এশিয়া প্যাসিফিক প্রকৃতিভিত্তিক প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে । তহবিলের এশিয়া প্যাসিফিক বরাদ্দ থেকে প্রথম 3 মিলিয়ন ভারতে প্রকৃতিভিত্তিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা হবে ৷
এই সংস্থা একটি বিবৃতিতে বলেছে, "প্রথম প্রকল্পে অ্যামাজন পশ্চিমঘাট অঞ্চলে সম্প্রদায় এবং সংরক্ষণের ক্ষেত্রে সেন্টার ফর ওয়াইল্ডলাইফ স্টাডিজ (সিডব্লুএস) এর সঙ্গে কাজ করবে ৷ যেখানে বিশ্বের বৃহত্তম বন্য এশিয়াটিক হাতি এবং বাঘ-সহ ভারতের সমস্ত প্রজাতির 30 শতাংশেরও বেশি বন্যপ্রাণী রয়েছে ।"
বিবৃতি অনুসারে, অ্যামাজন সিডব্লুএসকে 'ওয়াইল্ড কার্বন' প্রোগ্রাম প্রতিষ্ঠা করতে সাহায্য করার জন্য 1 মিলিয়ন মার্কিন ডলার দেবে ৷ যা 10 হাজার কৃষকদের এক মিলিয়ন ফল, কাঠ এবং ঔষধি গাছ রোপণ এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করবে । এশিয়া-প্যাসিফিক অঞ্চলটি বিস্তীর্ণ বন এবং সমৃদ্ধ উপকূলীয় পরিবেশে ঘেরা ৷ তবে এটি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং ভূমির অবক্ষয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।