হায়দরাবাদ, 3 এপ্রিল: প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে ফোন ও কম্পিউটার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের ক্ষেত্রে ৷ এখন অনেকেই ব্যক্তিগত বিভিন্ন তথ্য কম্পিউটার এবং ফোনে সংরক্ষণ করে রাখেন । তবে সাবধান কখনও কখনও তাদের তথ্যের উপর নজর পড়তে পারে সাইবার অপরাধীদের ৷ আর তাদের হাতে পড়ে গেলে সেই সব তথ্যের অপব্যবহার শুরু করে তারা ৷ বেশিরভাগ ক্ষেত্রে টাকা হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে এই তথ্য ব্যবহার করতে দেখা যায় । আপনাকে যাতে এই ধরনের সমস্যার মুখোমুখি না হতে হয় তাই আগে থেকেই সাবধান হন ৷ সমস্যায় পড়ার আগেই ব্যবস্থা গ্রহণ করুন ৷ এক্ষেত্রে মাশিহা হল সাইবার বিমা পলিসি ৷
যদিও আমরা কম্পিউটার এবং ফোন ব্যবহার করার সময় সতর্কতামূলক ব্যবস্থা নিই তবুও সাইবার অপরাধীরা নতুন ধরনের জালিয়াতির ফাঁদ পেতে তথ্য চুরি করছে । এগুলি থেকে বাঁচতে আপনার ফোন এবং কম্পিউটারে সঠিক সফ্টওয়্যার ইনস্টল করা উচিত ৷ এর পাশাপাশি সাইবার বিমা পলিসি নিতে ভুলবেন না । 18 বছরের বেশি বয়সি যে কেউ এই বিমা পেতে পারেন । কেউ এখ লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত এই পলিসি নিতে পারেন । চলুন দেখে নিন পলিসি বেছে নেওয়ার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে ৷
বিভিন্ন কার্ডের ক্ষেত্রে
ক্রেডিট, ডেবিট কার্ড বা কিউআর কোড স্ক্যান করার সময় কোনও জালিয়াতির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা কভার প্রযোজ্য কিনা তা যাচাই করার পরেই পলিসি নির্বাচন করা উচিত । উদাহরণস্বরূপ, আমরা মেসেজ পাব যাতে বলা হয়, কেওয়াইসি বিধিগুলি না মানা হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ব্লক করা হবে । একবার আমরা একটি ই-মেইল বা মেসেজের লিংকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা উত্তোলন করা হবে । এই ধরনের পরিস্থিতিতে বিমা পলিসি আর্থিক ক্ষতি কভার করবে ।
পরিচয় চুরির ক্ষেত্রে