হায়দরাবাদ, 17 ডিসেম্বর: ক্রেডিট কার্ড আসার পর অনেক উপকার হয়েছে ৷ ক্রেডিট কার্ড সকলের জীবন অনেক বেশি সহজ ও সরল করে তুলেছে । ক্রেডিট কার্ড কোম্পানিগুলি বিভিন্ন সুবিধা দেয় ৷ যেমন- ক্রেডিট কেনা, এটিএম (Automated teller Machine) থেকে নগদ তোলা, ব্যক্তিগত লোন পাওয়া প্রভৃতি । কিন্তু এই সব সুবিধাগুলি পেতে খরচ করতে হয় (Credit card benefits come at a cost) ৷
যতক্ষণ ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করা হয়, ততক্ষণ আপনি সুবিধাগুলি উপভোগ করতে পারেন । কিন্তু আপনার তরফ থেকে কোনওকরম ত্রুটি আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে ৷ যা অনেক খারাপ পরিস্থিতিতের দিকে ঠেলে দিতে পারে ৷ এর ফলে ঋণেও পড়ে যেতে পারেন আপনি । আসুন ক্রেডিট কার্ডের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা যাক ।
নগদ না-থাকায় অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে । কেনাকাটা করার জন্য আমরা ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করি ৷ কারণ এতে অবিলম্বে মোটা অংকের নগদের প্রয়োজন হয় না । অনেকেই ব্যক্তিগত ঋণ নিতে পছন্দ করেন (Personal loans on credit cards) । কেউ কেউ তাদের ক্রেডিট কার্ড থেকে ধার নেয় ৷ যা কোনও নথির প্রয়োজন ছাড়াই ঋণ দিয়ে থাকে । খুব কম লোকই নগদ টাকা তোলার জন্য যান (Cash withdrawals on credit cards) ।
ক্রেডিট কোম্পানিগুলো ভালো গ্রাহকদের অনেক সুবিধা দেয় । আপনার ক্রেডিট স্কোর এবং আপনি যেভাবে কার্ড ব্যবহার করেন তার উপর ভিত্তি করে কোম্পানিগুলি এই ঋণকে অনুমোদন করে । তারা এই ঋণ দেওয়া সম্পর্কে গ্রাহকদের আগেই জানিয়ে দেয় ৷ প্রয়োজনে এক ক্লিকেই লোন পেয়ে যাবেন । এর জন্য কোনও গ্যারান্টি লাগে না । নির্দিষ্ট সুদে নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া যেতে পারে ক্রেডিট কার্ডে ঋণ । ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ব্যক্তিগত ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের ঋণের সুদ কিছুটা বেশি (Higher interest rates on credit card loans) ।