হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: কুমারের 15 লক্ষ টাকার একটি স্বাস্থ্য বিমা রয়েছে (Health Insurance) ৷ যখন তিনি এই বিমাটি করিয়েছিলেন, তখন তিনি কো-পে (Co-pay) বা সহ-প্রদানকারী নামে একটি নিয়ম কার্যকর করিয়েছিলেন ৷ কুমারের মনে হয়েছিল, এতে হয়তো বিমার কিস্তি ভরতে গিয়ে তাঁর কিছুটা ভার লাঘব হবে ৷ তাঁর ধারণা ছিল, এই সুবিধা নেওয়ার জন্য তাঁকে বাড়তি খরচও বহন করতে হবে না ৷ দুর্ভাগ্যজনক বিষয় হল, সম্প্রতি কুমারকে হাসপাতালে ভর্তি হতে হয় ৷ সেখানে তাঁর বিল হয় 8 (আট) লক্ষ টাকা ৷ কিন্তু, যেহেতু তিনি কো-পে সুবিধাটি আগে থেকেই গ্রহণ করেছিলেন, তাই কুমারকে তাঁর সঞ্চয় থেকে খরচ করতে হয় মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা ৷
কুমারের মতোই বহু মানুষ আছেন, যাঁরা স্বাস্থ্য বিমা করানোর সময় কো-পে সুবিধাটি গ্রহণ করেন ৷ এতে তাঁরা প্রথমেই যে সুবিধাটি পান, তা হল, তাঁদের কিস্তির পরিমাণ কিছুটা কমে যায় ৷ আসলে স্বাস্থ্য বিমার সঙ্গে কো-পে সংযুক্ত করা থাকলে যাঁর নামে বিমা রয়েছে, তাঁকে হাসপাতালে চিকিৎসার খরচের শুধুমাত্র একটা অংশ মেটাতে হয় ৷ তবে, এর কিছু অসুবিধাও রয়েছে ৷ যেমন, একটু বেশি দামের বিমা নিলে একমাত্র তবেই এই সুবিধা পাওয়া যায় ৷
আরও পড়ুন:সহযোগী 6 সংস্থাকে মূল সংস্থার সঙ্গে জুড়ে দিল টাটা স্টিল
কিছু ক্ষেত্রে অবশ্য এর ব্যতিক্রমও দেখা যায় ৷ যেমন, যদি কেউ এমন কোনও শর্তে স্বাস্থ্য বিমা করান, যেখানে তিনি বিমার পুরো টাকাটাই দাবি করতে পারবেন, সেখানে সংশ্লিষ্ট সংস্থাই বিমা নেওয়া ব্যক্তিকে কো-পে করানোর পরামর্শ দিতে পারে ৷ আবার ধরা যাক, বিমার আওতাধীন কোনও ব্যক্তি এমন একটি হাসপাতালে গেলেন, যেটি ওই বিমা সংস্থার পরিষেবার অন্তর্ভুক্ত নয়, সেক্ষেত্রে কো-পে ব্যবস্থা থাকলে বিমাকারী লাভবান হতে পারেন ৷ তাই সবসময় হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই বিষয়ে খোঁজ খবর নিয়ে রাখা জরুরি ৷ বিমা সংস্থা যাতে টাকা দিতে অস্বীকার না করে, তা নিশ্চিত করতে তাদের সঙ্গে আগে থেকেই কো-পে সংক্রান্ত আলোচনা সেরে রাখা দরকার ৷
যাঁরা দ্বিতীয় শ্রেণির শহরে থাকেন, তাঁদের স্বাস্থ্য বিমা নেওয়ার আগে বাড়তি সতর্ক হওয়া জরুরি ৷ যদি তাঁরা চিকিৎসা করানোর জন্য প্রথম শ্রেণির কোনও শহরের হাসপাতালে যান, তাহলে তাঁদের ক্ষেত্রেও কো-পে ব্যবহার করা যেতে পারে ৷ অনেক সময় বিমার আওতায় থাকা ব্যক্তি কোনও সমবায় হাসপাতালে ভর্তি হলেও বিমা সংস্থা কো-পে ব্যবহারের পরামর্শ দেয় ৷ বিশেষ করে যদি কোনও হাসপাতালের শয্যা ও ঘরের ভাড়া এবং আইসিইউ-এর খরচ বেশি হয়, তাহলে এই ব্যবস্থাপনায় সেই ভার অনেকটাই লাঘব হয় ৷ অনেক সময় কিছু স্বাস্থ্য বিমায় হাসপাতালের ঘরের ভাড়া দেওয়া হয় না, সেক্ষেত্রে কো-পে থাকলে বড় ঝক্কি সামলানো যায় ৷ তাই স্বাস্থ্য বিমা করানোর আগে অবশ্যই কো-পে সম্পর্কে খোঁজ নিন ৷ কারণ, বিপদের দিনে এই বন্দোবস্ত আপনাকে বাঁচাতে পারে ৷