হায়দরাবাদ, 12 ডিসেম্বর: দিন দিন বাড়ছে চিকিৎসার খরচ ৷ আর এর পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা বহুগুণ । বহু বছরের স্বাস্থ্য পরিকল্পনাগুলি পলিসি হোল্ডারদের (multi year health insurance plans) কোনও ঝামেলা ছাড়াই সুরক্ষিত থাকতে সাহায্য করে । আপনি একবারে দুই থেকে তিন বছরের জন্য প্রিমিয়াম দিতে পারেন এবং আপনার স্বাস্থ্যের সুরক্ষা সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন ।
অনেকেই এমন পলিসি বেছে নেন যা প্রতি বছর পুনর্নবীকরণ(Renew) হয় । সাম্প্রতিক সময়ে বীমা কোম্পানিগুলি বহু বছরের ও দীর্ঘমেয়াদি পলিসি অফার করছে ৷ যাতে দুই বা তিন বছরের প্রিমিয়াম একই সময়ে পরিশোধ করা যায় ৷ যা দীর্ঘ সময়ের জন্য পলিসি কভারেজ নিশ্চিত করে । বার্ষিক নীতির ক্ষেত্রে কভারেজটি এক বছরের জন্য অব্যাহত থাকে । আবার বীমা শুরু করতে পুনর্নবীকরণ করতে হয় ৷ তাই এর পরিবর্তে বহু বছরের পলিসি (multi year policy) বা নীতি বেছে নিলে এই ধরনের ঝামেলা এড়ানো যেতে পারে ।
বার্ষিক পলিসির তুলনায় দীর্ঘমেয়াদি নীতিগুলিতে (Long term policies) বেশি টাকা দিতে হয় । তবে তারা বদলে কিছু সুবিধা দেয় । পলিসি হোল্ডারদের দুই বা তিন বছরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয় । সাধারণত এই ছাড় 5-10 শতাংশ পর্যন্ত হয় । এটি নষ্ট হওয়া বীমাকারীর উপর নির্ভর করে । বলা যেতে পারে, এটি কিছু পরিমাণে পলিসিধারকের জন্য একটি আর্থিক সুবিধা ।
ক্রমবর্ধমান চিকিৎসার খরচের কারণে বীমাকারীরা প্রতি বছর স্বাস্থ্য বীমা পলিসির প্রিমিয়াম বাড়াচ্ছে । দুই বা তিন বছরের মেয়াদি পলিসিতে প্রিমিয়ামের পরিমাণ অগ্রিম প্রদান করা হয় । অতএব, পলিসিধারী এই ধরনের মুদ্রাস্ফীতিমূলক প্রিমিয়াম বৃদ্ধি থেকে সুরক্ষিত । অপ্রত্যাশিত আয়ের ক্ষতি, অসুস্থতা ইত্যাদির মতো জটিল পরিস্থিতি কিছু ক্ষেত্রে মানুষকে প্রিমিয়ামের পেমেন্ট বন্ধতে বাধ্য করতে পারে । আর এই ধরনের ঘটনা এড়াতে আপনার কাছে টাকা থাকলে আপনি দীর্ঘমেয়াদি নীতি বেছে নিতে পারেন ।