নয়াদিল্লি, 31 জানুয়ারি: 2023-24 অর্থবছরে দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ ৷ অর্থনৈতিক সমীক্ষায় এমনই পূর্বাভাস মিলেছে ৷ পাশাপাশি মনে করা হচ্ছে যে, এই বছরে বাড়বে ঋণ নেওয়ার খরচ ৷ আজ সংসদের বাজেট অধিবেশনের (Budget Session 2023) শুরুতেই অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Tables Economic Survey)৷
লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলা সীতারমনের: মঙ্গলবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন ৷ এরপর বেলা 12.50-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন । মৃত্যুবরণকারী প্রাক্তন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে এ দিন অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ সংসদের অধিবেশনে অনূর্ধ্ব-19 মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য শেফালি ভার্মার দলকে অভিনন্দন জানানো হয়েছে । এটাই আইসিসি অনূর্ধ্ব-19 মহিলা টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ টুর্নামেন্ট (Nirmala Sitharaman News)৷
ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি থাকবে: সংসদে পেশ করা প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিই থাকবে । এটি পিপিপি (ক্রয় ক্ষমতা সমতা) শর্তে তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিনিময় হারের দিক থেকে পঞ্চম বৃহত্তম । অতিমারির সময়ে ধীর গতিতে চলা অর্থনীতি প্রায় পুনরুদ্ধার করা গিয়েছে ৷