পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Air travel to become costlier: রেকর্ড বাড়ল জ্বালানির দাম, আরও দামি বিমান সফর

আরও বাড়ল বিমানের জ্বালানির দাম (ATF price at all time high New Delhi)৷ এই নিয়ে টানা 7 বার ৷ ফলে বিমানে সফরের খরচ আরও বাড়ছে (Air travel to become costlier)৷

atf-price-at-all-time-high-in new-delhi, Air travel to become costlier
রেকর্ড বাড়ল জ্বালানির দাম, আরও দামি বিমানে সফর

By

Published : Apr 1, 2022, 11:19 AM IST

Updated : Apr 1, 2022, 11:38 AM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল : আরও দামি হতে চলেছে বিমান সফর (ATF price at all time high New Delhi) ৷ শুক্রবার বিমানের জ্বালানির দাম 2 শতাংশ বাড়ল ৷ চলতি বছরে এই নিয়ে টানা 7 বার বেড়ে সর্বকালীন উচ্চতায় (jet fuel prices hiked to all time high ) পৌঁছল বিমানের জ্বালানির দাম ৷ তাই বলাই বাহুল্য যে বিমানের টিকিটের দামে (Air travel to become costlier) তার প্রভাব পড়তে চলেছে ৷

জ্বালানির রিটেইলারের বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ) প্রতি কিলোলিটারে 2,258.54 টাকা অর্থাৎ 2% বেড়েছে ৷ ফলে দিল্লিতে বিমানের জ্বালানির দাম হয়েছে প্রতি কিলোলিটারে 1,12,924.83 টাকা ৷ তবে শুক্রবার পেট্রল ও ডিজেলের দামের (petrol and diesel) কোনও পরিবর্তন হয়নি ৷ গত 11 দিনে জ্বালানির দাম লিটারে 6.40 টাকা বেড়েছে ৷ এই সময়কালের মধ্যে আজ দ্বিতীয় দিন, যেদিন মূল্যবৃদ্ধি হল না পেট্রল ও ডিজেলের ৷ গত 15 দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে জ্বালানির দামের উপর ভিত্তি করে প্রতি মাসের 1 ও 16 তারিখ বিমানের জ্বালানির দাম নির্ধারিত হয় ৷

আরও পড়ুন:Petrol, diesel prices hiked: আরও দামি পেট্রল-ডিজেল, 4 দিনে বাড়ল 2.40 টাকা

বিমান চালানোর জন্য যে খরচ, তার 40 শতাংশই যায় জ্বালানিতে ৷ এ বছর সেই দাম নয়া শিখরে উঠেছে ৷ 2022 সালের শুরু থেকেই প্রতি 15 দিন অন্তর বেড়েছে এটিএফ-এর দাম ৷ 1 জানুয়ারি থেকে শুরু করে সাতবার মূল্যবৃদ্ধিতে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে 38,902.92 টাকা অর্থাৎ প্রায় 50 শতাংশ বেড়েছে ৷

Last Updated : Apr 1, 2022, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details