সান ফ্রান্সিসকো, 23 অক্টোবর:দীপাবলির আগেই বাজারে 24 ইঞ্চির আই ম্যাক আনতে চলেছে অ্যাপল ৷ চলতি মাসের 30 তারিখেই নতুন আইম্যাক বাজারে আসতে পারে ৷ ব্লুমবার্গের মার্ক জার্মান জানান, টেক জায়ান্টের পক্ষ থেকে প্রকাশিত একটি মিডিয়া রিপোর্টে এই দিনটির কথা ঘোষণা করা হয়েছে ৷ 2021 সালে আইম্যাকের এম ওয়ান মডেল লঞ্চ করেছিল অ্যাপেল ৷ প্রায় 900 দিন অর্থাৎ তিন বছর পর আবারও নুতন মডেল বাজারে আনতে চলেছে অ্যাপেল প্রমিদের জন্য ৷
দ্য় ভার্জ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে নতুন আই-ম্যাকে এম থ্রি চিপ লাগানো হয়েছে ৷ আই ম্যাকের এই নতুন মডেল প্রসঙ্গেই গুরম্যান উল্লেখ করেছেন যে তাকে "বলা হয়েছিল যে অ্যাপল এই মাসের শেষের দিকে একটি ম্যাক-কেন্দ্রিক পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে । তাঁর মতে, আইম্যাকের বেশ কয়েকটি কনফিগারেশন, 13-ইঞ্চি ম্যাকবুক প্রো এবং অন্যান্য হাই-এন্ড প্রো মডেল নভেম্বর পর্যন্ত দেওয়া হবে না ৷