হায়দরাবাদ, 10 জানুয়ারি: করোনা পরিস্থিতি মানুষকে আরও বেশি স্বাস্থ্য বীমা (Health insurance) করার দিকে ঠেলে দিয়েছে । ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) ইতিমধ্যেই স্বাস্থ্য বীমাকারীদের দ্রুত পলিসি দাবি করতে নির্দেশ দিয়েছে । পলিসি হোল্ডাররা কিছু বিষয়ে সতর্ক থাকলে, তারা কোনও সমস্যা ছাড়াই নগদ টাকা না দিয়ে চিকিৎসা করাতে পারেন । আপনি যদি নিজে বিল শোধ করেন, তাহলে সহজেই টাকা পুনরুদ্ধার করতে পারবেন (How to claim health insurance policy) ।
অনেকেই এখন একাধিক পলিসি নিচ্ছেন । চাকরিরত সংস্থার দেওয়া গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি (Group policy) ছাড়াও তারা নিজেরাই অন্য পলিসি বেছে নেয় (Individual policy) । আর এর জেরেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে প্রথমে কোন পলিসি ব্যবহার করা হবে, তা নিয়ে সংশয় দেখা দেয় । একই সময়ে দুটি পলিসি ব্যবহার করা এবং ক্ষতিপূরণ চাওয়া প্রতারণার আইনের আওতায় পড়ে । সুতরাং, এটি কখনও করার চেষ্টা করবেন না । যদি হাসপাতালের খরচ একটি পলিসির বেশি হয় তাহলে দ্বিতীয় পলিসি ব্যবহার করা উচিত ।
ধরুন অফিস প্রদত্ত গ্রুপ পলিসির মূল্য 5 লক্ষ টাকা । আপনার নিজের আরও 5 লক্ষ টাকার পলিসি আছে ৷ ধরা যাক, হাসপাতালের বিল আট লক্ষ টাকা । এক্ষেত্রে প্রথমে অফিস বীমা ব্যবহার করুন । তারপর আপনার পলিসি দাবি করুন । কোন বীমাটি প্রথমে ব্যবহার করবেন এবং কোনটি পরে ব্যবহার করবেন, তা নিয়ে আপনি কী দ্বিধায় রয়েছেন? ধরুন আপনি একটি পৃথক পলিসির পরিবর্তে একটি টপ-আপ পলিসি নিয়েছেন ৷ তাহলে আপনাকে মূল পলিসি ব্যবহার করতে হবে এবং অবশিষ্ট টাকার পরিমাণের জন্য টপ-আপ করতে হবে ।